| শনিবার, ২১ নভেম্বর ২০২০
দীপক শর্মা দীপু
কক্সবাজারে মো: সাবিল নামের এক কলেজ ছাত্র খুন হয়েছে। ২১ নভেম্বর সকাল ১০ টার দিকে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের মুহুরীপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত সাবিল ওই এলাকার হাকিম উল্লাহর পুত্র ও কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটের ২য় বর্ষের ছাত্র।
নিহতের ফুফাতো ভাই মো: শহীদ ও ঘটনার প্রত্যেক্ষদর্শীরা জানান, দক্ষিণ জানারঘোনা এলাকার মো: হোসেন নামের এক যুবকের সাথে নিহত সাবিল ও তার বন্ধু মোবারকের সাথে কথা কাটাকাটি হয়। তখন উভয়কে সংযত করে স্থানীয় এক দোকানদার। সংযত হয়ে যে যার মতো চলে যায়। পরে মো: হোসেন ধারালো ছুরি নিয়ে এসে সাবিলকে পেয়ে বুকে পিঠে শরীরের বিভিন্ন স্থানে উপর্যোপরী আঘাত করে। এতে গুরুতর অবস্থায় সাবিলকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কক্সবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) বিপুল চন্দ্র দে জানান, পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। এই ঘটনায় কলিম উল্লাহর পুত্র ঘাতক মো: হোসেনে বড় ভাই মো: জোবায়েরকে উত্তেজিত এলাকাবাসী আটক করে রাখে। কিন্তু নিহতের স্বজনরা এই ঘটনায় তাকে অভিযুক্ত করবেনা বলায় তাকে পুলিশ আটক করেনি। মৃতদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
Posted ২:৫০ অপরাহ্ণ | শনিবার, ২১ নভেম্বর ২০২০
dbncox.com | ajker deshbidesh