বৃহস্পতিবার ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertisement Placeholder

কক্সবাজারে ছিনতাইয়ে জড়িত পুলিশের ‘সাবেক সদস্য’ আটক

নিজস্ব প্রতিবেদক    |   বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   32 বার পঠিত   |   পড়ুন মিনিটে

কক্সবাজারে ছিনতাইয়ে জড়িত পুলিশের ‘সাবেক সদস্য’ আটক

কক্সবাজার শহরের কলাতলীতে ছিনতাইয়ের ঘটনায় জড়িত অভিযোগে পুলিশের চাকুরিচ্যুত এক সদস্যকে আটক করা হয়েছে।

বুধবার বিকাল ৩ টার দিকে কক্সবাজার শহরের কলাতলী আদর্শগ্রাম এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানান, কক্সবাজার সদর থানার ওসি ইলিয়াছ খান।

আটককৃত ইমন চৌধুরী ( ২১ ) চট্টগ্রামের মিরসরাই উপজেলার মসজিদিয়া এলাকার মৃত ইমরান চৌধুরীর ছেলে।

ইলিয়াছ খান বলেন, বিকালে কক্সবাজার শহরের কলাতলী আদর্শগ্রাম এলাকায় জনৈক রমজান আলী নামের যুবকের কাছ থেকে একটি স্মার্ট মোবাইল ফোন সেট ছিনিয়ে নিয়ে অপর এক যুবক পালানোর চেষ্টা চালায়।

এসময় স্থানীয়রা ধাওয়া দিয়ে ওই যুবককে ধৃত করতে সক্ষম হয়। পরে বিষয়টি পুলিশকে অবহিত করলে তাকে হেফাজতে নেওয়া হয়।

তিনি আরো জানান ইমরান পুলিশে কনস্টেবল হিসেবে কর্মরত ছিল। গত ২০২৪ সালে সে চাকুরিচ্যুত হয়। বর্তমানে সে কক্সবাজার পুলিশ লাইন্সের সামনে একটি ভাড়া বাসায় বসবাস করে আসছিল।

ওসি বলেন, “ ইমরানের বিরুদ্ধে পুলিশ সদস্য পরিচয়ে স্থানীয়ভাবে ছিনতাই, চাঁদাবাজী ও হয়রানি সহ নানা অপরাধে জড়িয়ে পড়ার অভিযোগ রয়েছে। “

আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ইলিয়াছ খান।

ডিবিএ/জেইউ।

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

প্রকাশক
তাহা ইয়াহিয়া
সম্পাদক
মোঃ আয়ুবুল ইসলাম

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : ০৩৪১-৬৪১৮৮। বিজ্ঞাপন ও সার্কুলেশন 01870-646060

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com