| সোমবার, ২৩ নভেম্বর ২০২০
দীপক শর্মা দীপু
কক্সবাজার শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে একটি টুথপেষ্ট কোম্পানির এক বিক্রয়কর্মী যুবক নিহত হয়েছে। রোববার রাত সাড়ে ১১ টায় বাস টার্মিনাল এলাকায় এই ঘটনা ঘটে। নিহত যুবক আনোয়ার হোসেন (৩২) বগুড়ার আদমদীঘি এলাকার তবিবুর রহমানের ছেলে। চাকরির সূত্রে পরিবার নিয়ে কক্সবাজার শহরের বিজিবি ক্যাম্প চৌধুরী পাড়ায় বসবাস করে আসছিল।
নিহত আনোয়ার হোসেনের ভাই আতাউর হোসেন জানান, কক্সবাজারে মেডি প্লাস নামে একটি টুথপেষ্ট কোম্পানিতে বিক্রয়কর্মী (এসআর) হিসেবে চাকুরী করতো তার ভাই আনোয়ার হোসেন। চাকরির সূত্রে পরিবার নিয়ে কক্সবাজার শহরের বিজিবি ক্যাম্প চৌধুরী পাড়ায় বসবাস করে আসছিল। প্রতিদিনের মত কর্মকালীন সময় শেষে রাতে বাসায় ফেরার পথে বাসটার্মিনাল এলাকায় ছিনতাইকারির কবলে পড়ে। ওই সময় ছিনতাইকারিরা তার কাছ থেকে মোবাইল ও টাকা ছিনিয়ে নেয়ার চেষ্টা চালায়। একপর্যায়ে ছুরিকাঘাত করে আনোয়ারকে হত্যা করা হয়।
কক্সবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) বিপুল চন্দ্র দে জানান, নিহতের লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।
Posted ২:১৩ অপরাহ্ণ | সোমবার, ২৩ নভেম্বর ২০২০
dbncox.com | ajker deshbidesh