শনিবার ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

কক্সবাজারে করোনায় আক্রান্ত নারীকে নেয়া হয়েছে কুয়েত মৈত্রী হাসপাতালে

নিজস্ব প্রতিনিধি :   |   শনিবার, ২৮ মার্চ ২০২০

কক্সবাজারে করোনায় আক্রান্ত নারীকে নেয়া হয়েছে কুয়েত মৈত্রী হাসপাতালে

কক্সবাজারে করোনা আক্রান্ত প্রথম রোগীর অবস্থার অবনতি হওয়ায় তাকে বাংলাদেশ-কুয়েত মৈত্রী হাসপাতালে নেওয়া হয়েছে।
শনিবার (২৮ মার্চ) বিকেল সাড়ে ৪টা দিকে অ্যাম্বুলেন্স সড়ক পথে তাকে ঢাকার উত্তরায় অবস্থিত বাংলাদেশ-কুয়েত মৈত্রী সরকারি হাসপাতালে নেয়া হয়েছে বলে জানিয়েছেন কক্সবাজার সদর হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. সুমন বড়ুয়া।
৭৫ বছর বয়সী ওই নারীর শারীরিক অবস্থা গত কয়েক দিন আগে উন্নতি হলেও শুক্রবার রাত থেকে আবারও তার ডায়রিয়াসহ নানা সমস্যা দেখা দেয়।

তিনি বলেন, গত ৪ দিন ধরে করোনা ভাইরাসে আক্রান্ত ওই মহিলাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। করোনা আক্রান্ত হওয়া ছাড়াও অ্যাজমাসহ নানা জটিল রোগে ভুগছেন তিনি।

উল্লেখ্য, গত ২৪ মার্চ করোনা ভাইরাসের রিপোর্ট পজেটিভ আসে ওই নারীর শরীরে। এর আগে তিনি গত ১৫ মার্চ সৌদি আরব থেকে ওমরা করে দেশে ফেরেন এবং অসুস্থ্য হয়ে পড়লে ২২ মার্চ হাসপাতালে ভর্তী হন।

এদিকে কক্সবাজার সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান জানান, প্রবাসীসহ জেলায় ৪৪৬ জন হোম কোয়ারেন্টাইনে ছিল এর মধ্যে ১১২ জন কোয়ারেন্টাইন শেষ করেছেন। বর্তমানে ৩৩৪ জন কোয়ারেন্টাইনে রয়েছেন।

Comments

comments

Posted ৭:২২ অপরাহ্ণ | শনিবার, ২৮ মার্চ ২০২০

dbncox.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

প্রকাশক
তাহা ইয়াহিয়া
সম্পাদক
মোঃ আয়ুবুল ইসলাম
প্রধান কার্যালয়
প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত
ফোন ও ফ্যাক্স
০৩৪১-৬৪১৮৮
বিজ্ঞাপন ও সার্কুলেশন
01870-646060
Email
ajkerdeshbidesh@yahoo.com