বৃহস্পতিবার ৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

কক্সবাজারের ৭ উপজেলার নৌকার প্রার্থী চূড়ান্ত

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৪ ফেব্রুয়ারি ২০১৯

কক্সবাজারের ৭ উপজেলার নৌকার প্রার্থী চূড়ান্ত

অবশেষে কক্সবাজার জেলার ৭ উপজেলার প্রার্থী চূড়ান্ত করলো বাংলাদেশ আওয়ামী লীগ। গতকাল সন্ধ্যা থেকে রাত পর্যন্ত দীর্ঘ বৈঠক শেষে তাঁদের নাম চূড়ান্ত করা হয়। ঢাকা থেকে নির্ভরযোগ্য সূত্রে বিষয়টি জানা গেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, কক্সবাজার সদর উপজেলায় দলীয় মনোনয়ন নিশ্চিত করেছেন, কুতুবদিয়া উপজেলায় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, পেকুয়া উপজেলায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কায়সারুল হক জুয়েল, টেকনাফ উপজেলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ আলী, উখিয়া উপজেলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি হামিদুল হক চৌধুরী। রামু এবং মহেশখালী উপজেলার বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। উপজেলা দু’টির মধ্যে রামুতে বর্তমান চেয়ারম্যান রিয়াজুল আলম এবং মহেশখালীতে বর্তমান উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ হোছাইন ইব্রাহিম মনোনয়ন দৌঁড়ে এগিয়ে রয়েছেন বলে জানা গেছে।
উল্লিখিতরা আসন্ন উপজেলা নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
গতকাল রাতে এক প্রতিক্রিয়ায় পেকুয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও মনোনয়নপ্রাপ্ত আবুল কাশেম বলেন মাননীয় প্রধানমন্ত্রী আমার দীর্ঘশ্রম ও ত্যাগের মূল্যায়ন করেছেন। আমি সেই মর্যাদা রক্ষা করবো। সরকারের উন্নয়ন কর্মকা-ে জনগণের সম্পৃক্ততা নিশ্চিত করা হবে আমার প্রধান লক্ষ্য। ইনশাআল্লাহ বিজয়ী হয়ে সেই লক্ষ্য পুরণে মনোনিবেশ করবো।

Comments

comments

Posted ১:০৮ পূর্বাহ্ণ | রবিবার, ২৪ ফেব্রুয়ারি ২০১৯

dbncox.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

প্রকাশক
তাহা ইয়াহিয়া
সম্পাদক
মোঃ আয়ুবুল ইসলাম
প্রধান কার্যালয়
প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত
ফোন ও ফ্যাক্স
০৩৪১-৬৪১৮৮
বিজ্ঞাপন ও সার্কুলেশন
01870-646060
Email
ajkerdeshbidesh@yahoo.com