দীপক শর্মা দীপু, কক্সবাজার | রবিবার, ২২ জুলাই ২০১৮
কক্সবাজারের মহেশখালীর কালামারছড়ায় দূর্গম পাহাড়ে অভিযান চালিয়ে অস্ত্র তৈরির কারখানা থেকে বিপুল পরিমানের অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে র্যাব। এসময় আটক করা হয় ২ জন অস্ত্র তৈরীর কারিগরকে।
শনিবার রাতভর মহেশখালীর দূর্গম পাহাড়ে অভিযান চালিয়ে অস্ত্রসহ দ্ইু অস্ত্র কারিগরকে আটক করতে সক্ষম হয় র্যাব।
কক্সবাজার র্যাব-৭ এর কোম্পানী কমান্ডার মেজর মেহেদী হাসান জানান, মহেশখালীর বিভিন্ন পাহাড়ি এলাকায় বেশ কয়েকটি অস্ত্র তৈরির কারখানা থাকার খবরে র্যাবের একটি দল সেখানে অভিযানে যায়। সন্ধ্যা থেকে শুরু হওয়া এ অভিযানের এক পর্যায়ে রাত ১২টার দিকে হোয়ানক ও কালারমারছড়া ইউনিয়নের মাঝামাঝি এলাকার পাহাড়ে একটি অস্ত্র তৈরির কারখানার সন্ধান পায়। র্যাবের অভিযান টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় দুইজনকে আটক করা হয়। আটককৃতরা হল মোহাম্মদ শহীদুল্লাহ ও আব্দুল হাকিম।
তাদের নিয়ে মহেশখালীর বিভিন্ন পাহাড়ি এলাকায় র্যাব সদস্যরা অভিযান চালিয়ে অস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জামাদিসহ ২০ টি অস্ত্র ও বিপুল পরিমাণ গুলি উদ্ধার করে।
দেশবিদেশ /২২ জুলাই ২০১৮/নেছার
Posted ১:৪৪ অপরাহ্ণ | রবিবার, ২২ জুলাই ২০১৮
dbncox.com | ajker deshbidesh