দেশবিদেশ অনলাইন ডেস্ক | বৃহস্পতিবার, ০৬ সেপ্টেম্বর ২০১৮
কদিন আগে শেষ হওয়া বাংলাদেশ ‘এ’ দলের আয়ারল্যান্ড সফরে সবচেয়ে বেশি আলোচিত হয়েছে মুমিনুলের ব্যাটিং। এশিয়া কাপের দলে থাকা নাজমুল চোটে পড়ায় দলে অন্তর্ভুক্তি হতে পারেন মুমিনুল।
কাল বিকেলে ফিল্ডিং অনুশীলন করতে গিয়ে ডান হাতে চোট পেয়েছেন নাজমুল হোসেন। নাজমুলকে নিয়ে কিছুটা অনিশ্চয়তা থাকায় কালই নির্বাচকেরা বিসিবি সভাপতির কাছে মুমিনুল হকের নামটি অনুমোদন করে রেখেছিলেন। শেষ পর্যন্ত এশিয়া কাপে যাচ্ছেন বাঁ হাতি টপঅর্ডার ব্যাটসম্যান।
বাংলাদেশ এশিয়া কাপের দলে মুমিনুলের অন্তর্ভুক্তি নিয়ে দুপুরে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন বললেন, ‘শান্তর (নাজমুল) চোট নিয়ে চূড়ান্ত প্রতিবেদন এখনো পাইনি। তবে মুমিনুলের অন্তর্ভুক্তির বিষয়ে আমরা বিসিবি সভাপতির অনুমোদন নিয়ে রেখেছি।’
কদিন আগে শেষ হওয়া বাংলাদেশ ‘এ’ দলের আয়ারল্যান্ড সফরে সবচেয়ে বেশি আলোচিত হয়েছে মুমিনুলের ব্যাটিং। ৫ ম্যাচে ৭৪.২৫ গড়ে ১০০ স্ট্রাইক রেটে ২৯৭ রান করে ওয়ানডে সিরিজে বাংলাদেশ ‘এ’ দলের সবচেয়ে সফল ব্যাটসম্যান তিনিই। দুর্দান্ত এ পারফরম্যান্সের পরও মুমিনুল শুরুতে বিবেচিত হননি এশিয়া কাপের বাংলাদেশ দলে। শেষ পর্যন্ত তাঁকে হতাশ হতে হচ্ছে না। তবে এশিয়া কাপের দলটা ১৫ সদস্যের না কি চোটে পড়া নাজমুলকেও রেখে ১৬জনের হবে সেটি এখনো নিশ্চিত করতে পারেননি প্রধান নির্বাচক।
২০১৫ সালের ফেব্রুয়ারিতে সর্বশেষ ওয়ানডে খেলা মুমিনুলকে গত অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজেও ফেরানো হয়েছিল স্কোয়াডে। কিন্তু কোনো ম্যাচ খেলার সুযোগ তাঁর হয়নি।
Posted ৬:১৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৬ সেপ্টেম্বর ২০১৮
dbncox.com | ajker deshbidesh