মঙ্গলবার ৫ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

এমপি বদি’র স্ত্রীকে দলীয় প্রার্থী ঘোষণায় তৃণমূলে হতাশা

দেশবিদেশ রিপোর্ট   |   বুধবার, ২১ নভেম্বর ২০১৮

এমপি বদি’র স্ত্রীকে দলীয় প্রার্থী ঘোষণায় তৃণমূলে হতাশা

কক্সবাজারের ভাগ্য নির্ধারণী উখিয়া-টেকনাফ আসনে সাধারণ ভোটারসহ দলের তৃণমূলের নেতাকর্মীদের প্রত্যাশা ছিল বদির পরিবর্তে দলের গ্রহণযোগ্য, পরীক্ষিত এবং জনপ্রিয় নতুন প্রার্থী নিয়ে। তবে দলীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গতকাল মঙ্গলবার দুপুরে বদির পরিবর্তে তার স্ত্রী শাহিন চৌধুরীকে প্রার্থী ঘোষণা করে সাংবাদিকদের দেয়া বক্তব্যে ভীষণ হতাশ ও মর্মাহত হয়েছেন এ আসনের আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীরা। পাশাপাশি সাধারণ ভোটাররাও বিষয়টিকে নেতিবাচক হিসেবে নিয়েছেন।এদিকে আসনটির বিএনপি জামায়াতের নেতাকর্মীরাও বেজায় খুশি ক্ষমাতাসিন দলের এমন মনোনয়নে।
কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বর্তমান সরকার দলীয় সংসদ সদস্য আব্দুর রহমান বদি বাদ পড়ার গুঞ্জন জেলার রাজনৈতিক অঙ্গনে আগে থেকে চলছিল। কারণ, বর্তমান সংসদ সদস্য বদি দুদকের মামলায় দন্ডপ্রাপ্ত এবং ইয়াবা সহ নানা কর্মকান্ডে দেশব্যাপী সমালোচিত ও বিতর্কিত। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ঘোষণায় শেষ পর্যন্ত বদি নৌকার মনোনয়ন বঞ্চিত হচ্ছেন, সেটি প্রায় নিশ্চিত।
সীমান্ত শহর টেকনাফের দলীয় নেতাকর্মীরা তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জানান, সংসদ সদস্য বদির বিতর্কিত কর্মকান্ড দেশব্যাপী সমালোচিত। তাই বদিকে বাদ দিয়ে তার স্ত্রীকে মনোনয়ন দেয়া মুদ্রার এপিট-ওপিট। এছাড়া বদির স্ত্রী আওয়ামী লীগ করতেন সেটা আমাদের জানা ছিলনা। তাকে মনোনয়ন দেয়া মানে উখিয়া টেকনাফের আওয়ামী লীগের রাজনীতিতে দীর্ঘদিনের পরিক্ষিত,ত্যাগী ও যোগ্য নেতাদের অবজ্ঞা করা। এ বিষয়ে তৃণমূলের নেতাকর্মীরা দলীয় নেত্রী ও প্রধানমন্ত্রীর বিচক্ষণ সিদ্ধান্ত প্রত্যাশা করেন।
কক্সবাজার জেলা যুবলীগের সভাপতি ও দলীয় মনোনয়ন প্রত্যাশী সোহেল আহমদ বাহাদুর বলেন, উখিয়া-টেকনাফের আসনটি দেশের বর্তমান প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল আসন। প্রায় দশ লক্ষাধিক রোহিঙ্গা অধ্যূষিত এই এলাকায় সাড়ে তিন হাজারের বেশি বিদেশী নাগরিক রোহিঙ্গা ইস্যু নিয়ে কাজ করেন। সেক্ষেত্রে একজন অরাজনৈতিক মহিলা কিভাবে এ জনগোষ্ঠিকে নেতৃত্ব দিয়ে এত বিশাল চাপ সামাল দেবেন ?’
বাহাদুর বলেন,‘ উখিয়া-টেকনাফের আসনটি একটি ভাগ্য নির্ধারণী আসন। অতীত রেকর্ড বলছে এ আসনে যে দলই জয়ী হয় তারা সরকার গঠন করে। তাই এ আসনের প্রার্থী যদি একজন অরাজনৈতিক মহিলা হন তাহলে আসনটিতে নৌকার বিজয় অনিশ্চয়তা এবং ঝুঁকির মুখে পড়তে পারে, এমনকি দেশের গুরুত্বপূর্ণ এ আসনটি হাত ছাড়া হতে পারে। তাই আমি দলীয় সভানেত্রীর কাছে বিষয়টি পূনর্বিবেচনা করার জন্য বিনয়ের সাথে আবেদন করছি।’
টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল বশর বলেন, ‘এমপি বদির স্ত্রী আওয়ামী লীগের প্রাথমিক সদস্যও নন। এমনকি তিনি টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সদস্য ফরমও পূরণ করেননি।’
টেকনাফ বাহারছরা ইউনিয়নের নতুন ভোটার ও ছাত্রলীগ কর্মী মোঃ রফিক বলেন, ‘জীবনের প্রথম ভোটটি নৌকায় দেব, তাই খুশি লাগছে, তবে আবার প্রথম ভোটটি মাদক সংশ্লিষ্ট পরিবারের সদস্যকে দিতে হবে ভেবে খুব খারাপ লাগছে। আমরা আশা করছি দল এবার বদির পরিবারের বাইরে কাউকে নৌকার মনোনয়ন দেবেন।’
কেন্দ্রীয় তাঁতি লীগের কার্যকরি সভাপতি ও উখিয়া-টেকনাফ আসনের এমপি পদের মনোনয়ন প্রত্যাশী নেত্রী সাধনা দাশ গুপ্তা বলেন, এমপি বদি ক্ষমতায় থেকে দলীয় তৃণমুলের নেতাকর্মীদের এড়িয়ে সুযোগ-সুবিধা দিয়ে কাছে রেখেছেন বিএনপি-জামায়াতের লোকজনদের। এবার নির্বাচনে সেইসব বিএনপি-জামায়াতের লোকজনদের তিনি কি কাছে পাবেন ?
উপজেলা ছাত্রলীগের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘সংসদ সদস্য বদি গত দুই আমলে আওয়ামী লীগের নেতাকর্মীদের এড়িয়ে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের সাথে সখ্যতা গড়ে তুলেন। যার প্রমাণ, গত ইউপি নির্বাচনে টেকনাফের ছয়টি ইউনিয়নে নৌকার প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়ে চারটি নৌকা-ই ডুবিয়েছেন বদি। তিনি ইউপি নির্বাচনে দলীয় প্রতীক নৌকার বিরুদ্ধে অবস্থান নিয়ে বিএনপি ও জামায়াত প্রার্থীর পক্ষে কাজ করেছেন। ছাত্রলীগ নেতা প্রশ্ন রেখে বলেন, যদি এমপি বদি দলীয় প্রতীকের বিরোধীতা করে একাই চারটি নৌকা ডুবাতে পারেন, তাহলে আমরা তার একটি নৌকা ডুবালে দোষের কি ?’ এছাড়া এমপি বদি একই নীতি অনুসরণ করেছেন উখিয়ার ইউনিয়ন পরিষদের নির্বাচনেও।
জেলা আওয়ামী লীগ সদস্য ও নৌকার মনোয়ন প্রত্যাশী সোনা আলী বলেন, ‘সংসদ সদস্য বদির স্ত্রীর মনোনয়ন প্রাপ্তির বিষয়টি এখনো অনিশ্চিত, দলীয় সাধারণ সম্পাদক মৌখিকভাবে ঘোষণা দিলেও ঘন্টায় ঘন্টায় প্রার্থী পরিবর্তন হতে পারে। এখনো চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের সময় আসেনি। এ ব্যাপারে দলীয় সভানেত্রী যে সিদ্ধান্ত দেবেন তাই চূড়ান্ত বলে প্রতীয়মান হবে।’
এদিকে বর্তমান সংসদ সদস্য আব্দুর রহমান বদি ও তার স্ত্রীসহ দলীয় মনোনয়ন দৌঁড়ে এগিয়ে ছিলেন উখিয়া ও টেকনাফের বেশ ক’জন ত্যাগী নেতা। তাদের মধ্যে সাবেক সংসদ সদস্য ও টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ আলী, টেকনাফ উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি শফিক মিয়া, কক্সবাজার জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমদ বাহাদুর, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, টেকনাফ উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নুরুল বশর, তাঁতী লীগের কেন্দ্রীয় সভাপতি সাধনা দাশ গুপ্তা, উখিয়ার মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান ও মন্ত্রীপরিষদ সচিব শফিউল আলমের ছোটভাই শাহ আলমের নাম উল্লেখযোগ্য।
উখিয়া-টেকনাফের আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের ধারণা ছিল, আগামী একাদশ সংসদ নির্বাচনে বির্তকিত সাংসদ বদিকে বাদ দিয়ে দল উল্লেখিত নেতাকর্মীদের মধ্যে যেকোন জনকে মনোনয়ন দেবেন। কিন্তু আনুষ্ঠিকভাবে চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণার পূর্বে দলীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বদির স্ত্রী শাহিন চৌধুরীকে প্রার্থী ঘোষণা করায় পাল্টে যাচ্ছে রাজনীতির হিসেব নিকেষ। এমনকি উখিয়া টেকনাফ এলাকাটি ধর্মীয় রক্ষণশীল এলাকা হওয়াতে এখানে সাধারণ ভোটাররা নারী প্রার্থীকে এড়িয়ে চলতে পারেন।
এদিকে বদির স্ত্রীর মনোনয়ন প্রাপ্তির ক্ষেত্রে উখিয়া ও টেকনাফের আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগে নিস্তব্ধ নিরবতা ও হতাশা বিরাজ করলেও টেকনাফ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ব্যানারে মঙ্গলবার বিকালে পৌরশহরে একটি আনন্দ মিছিল হয়। মিছিলটিতে বেশ ক’জন তালিকাভূক্ত ইয়াবা কারবারিকেও দেখা যায়।

Comments

comments

Posted ১২:৩৫ পূর্বাহ্ণ | বুধবার, ২১ নভেম্বর ২০১৮

dbncox.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

প্রকাশক
তাহা ইয়াহিয়া
সম্পাদক
মোঃ আয়ুবুল ইসলাম
প্রধান কার্যালয়
প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত
ফোন ও ফ্যাক্স
০৩৪১-৬৪১৮৮
বিজ্ঞাপন ও সার্কুলেশন
01870-646060
Email
ajkerdeshbidesh@yahoo.com