দেশবিদেশ অনলাইন ডেস্ক | রবিবার, ২৭ অক্টোবর ২০১৯
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর এবার অভিনয় করছেন সিনেমায়। নাম ‘ফ্রম বাংলাদেশ’। মিশু মিলনের গল্পে এর চিত্রনাট্য ও পরিচালনা করছেন শাহনেওয়াজ কাকলী। মানিকগঞ্জের বিভিন্ন স্থানে এরই মধ্যে শুরু হয়েছে ছবির দৃশ্যধারণ।
দৈনিক আমাদের সময় অনলাইনকে ঊর্মিলা শ্রাবন্তী কর বলেন, ‘প্রায় এক যুগের অভিনয় ক্যারিয়ারে ছবিতে কাজ করার অনেক প্রস্তাবই পেয়েছি। কিন্তু নানা কারণে করা হয়নি। তবে কাকলী আপার এই ছবির গল্প অসাধারণ। হাতে সময়ও ছিল। সব মিলিয়ে কাজটি করা। এটি আমার ক্যারিয়ারের প্রথম ছবি। এতে অভিনয় করে বেশ তৃপ্তিও পেয়েছি।’
তিনি আরও জানান, ‘ছবির শুটিং প্রায় শেষ দিকে। এর গল্পের মূল প্রেক্ষাপট মুক্তিযুদ্ধ। ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন ফেরদৌসী মজুমদার। এতে তার চরিত্রের নাম কাননবালা। আমি অভিনয় করছি তার ছেলের বউ হিসেবে। এতে আমার বিপরীতে আছেন কলকাতার অভিনেতা গাজী আবদুন নূর।’
জানা গেছে, ‘ফ্রম বাংলাদেশ’ ছবিতে আরও অভিনেয় করছেন আশীষ খন্দকার, তমা মির্জা, মৌসুমী নাগ, হিল্লোলসহ অনেকে।
Posted ৯:৪৯ অপরাহ্ণ | রবিবার, ২৭ অক্টোবর ২০১৯
dbncox.com | ajker deshbidesh