মঙ্গলবার ৩০শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

এপিবিএনের সঙ্গে গোলাগুলিতে ২ রোহিঙ্গা নিহত

তারেকুর রহমান   |   শনিবার, ১০ ডিসেম্বর ২০২২

এপিবিএনের সঙ্গে গোলাগুলিতে ২ রোহিঙ্গা নিহত

কক্সবাজারের উখিয়ার বালুখালী ক্যাম্পে আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যদের সঙ্গে রোহিঙ্গা সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এসময় ২ রোহিঙ্গা সন্ত্রাসী নিহত হয়েছে।

শুক্রবার (৯ ডিসেম্বর) রাত ১০ টার দিকে বালুখালী ক্যাম্প-৮ ইস্টের বি-৬২ ও বি-৪৯ নং ব্লকের মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে।

শনিবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।

নিহত সলিম উল্লাহ (৩২) বালুখালী ক্যাম্প-৮ ইস্টের বি-২৪ ব্লকের মোহাম্মদ নুর ওরফে ইউনুসের ছেলে। অপরজনের নাম পরিচয় নিশ্চিত হতে পারেনি পুলিশ।

নাম প্রকাশে অনিচ্ছুক বালুখালী ক্যাম্পের এক রোহিঙ্গা নেতা জানান, ‘নিহত ব্যক্তিরা সন্ত্রাসী সংগঠনের নেতা। তারা দীর্ঘদিন ধরে ক্যাম্পে আধিপত্য বিস্তার করে আসছে। এমনকি ক্যাম্পে নিয়োজিত এপিবিএন সদস্যদের উপরও তারা প্রভাব বিস্তার করতে চেয়েছে। অবশেষে গোলাগুলিতে মারা গেল।’

ওসি শেখ মোহাম্মদ আলী বলেন- শুক্রবার রাতে ক্যাম্প-৮ ইস্টের হেড মাঝি মোহাম্মদ রফিককে হত্যার উদ্দেশ্যে ৪০-৫০ সন্ত্রাসী তার বাড়ি ঘেরাও করে। খবর পেয়ে ৮ এপিবিএনের একটি দল ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা এপিবিএন পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। আত্মরক্ষার্থে এপিবিএন সদস্যরাও পাল্টা গুলি চালায়। প্রায় ৭৩ রাউন্ড গুলিবিনিময়ের পর ঘটনাস্থলে ২ রোহিঙ্গা সন্ত্রাসীর মরদেহ পড়ে থাকতে দেখা যায়। অপর একজন গুলিবিদ্ধ অবস্থায় পালিয়ে গেছে।

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে ১টি দেশীয় তৈরি এলজি, ৪ রাউন্ড তাজা কার্তুজ, ১টি বিদেশী পিস্তলের ম্যাগজিন (১১ রাউন্ড গুলি ভর্তি), শর্টগানের ৪টি কার্তুজ উদ্ধার করা হয়।

ঘটনা স্থলে নিহতদের আত্মীয়-স্বজন আসছে। তাদের মরদেহ শনাক্ত করার পর ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে নেয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

Comments

comments

Posted ১০:৫০ পূর্বাহ্ণ | শনিবার, ১০ ডিসেম্বর ২০২২

dbncox.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

(581 বার পঠিত)

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

প্রকাশক
তাহা ইয়াহিয়া
সম্পাদক
মোঃ আয়ুবুল ইসলাম
প্রধান কার্যালয়
প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত
ফোন ও ফ্যাক্স
০৩৪১-৬৪১৮৮
বিজ্ঞাপন ও সার্কুলেশন
01870-646060
Email
ajkerdeshbidesh@yahoo.com