শুক্রবার ৯ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

এডঃ মোস্তাইদুজ্জামান (ওয়াকার)’র মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স ও শোকসভা অনুষ্ঠিত

বার্তা পরিবেশক   |   বৃহস্পতিবার, ০৫ জুলাই ২০১৮

এডঃ মোস্তাইদুজ্জামান (ওয়াকার)’র মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স ও শোকসভা অনুষ্ঠিত

মরহুম এডভোকেট মোস্তাইদুজ্জামান (ওয়াকার) এর মৃত্যুতে নির্ধারিত ‘ফুলকোর্ট রেভারেন্স’ জেলা জজ মীর শফিকুল আলম এর সভাপতিত্বে তাঁর এজলাস কক্ষে বৃহস্পতিবার সকাল ১০ টায় আরম্ভ হয়। ফুলকোর্ট রেভারেন্সের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদ সহ-সভাপতি এডভোকেট মোহাম্মদ ফরিদ উদ্দীন ফারুকী।

প্রয়াত এডভোকেটের জীবন বৃত্তান্তসহ শোকপত্র পাঠ করেন কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সম্মানিত সভাপতি এডভোকেট মোহাম্মদ নুরুল ইসলাম। জেলা জজ সমাপনী বক্তব্য প্রদানে মরহুমের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন ও ‘ফুলকোর্ট রেভারেন্স’ ঘোষণা করেন এবং মরহুম বিজ্ঞ সদস্যের প্রতি গভীর শ্রদ্ধা ও তাঁর আত্মার শান্তি কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

উক্ত ফুলকোর্ট রেভারেন্স অনুষ্ঠান পরিচালনা করেন কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট ইকবালুর রশিদ আমিন। জেলা ও দায়রা জজ বাহাদুর এর এজলাস কক্ষ হতে ফুলকোর্ট রেভারেন্স শেষে জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে সমিতির সম্মানিত সভাপতি এডভোকেট মোহাম্মদ নুরুল ইসলাম এর সভাপতিত্বে সকাল সাড়ে ১১ টার সময় মরহুম এডভোকেট মোস্তাইদুজ্জামান (ওয়াকার) স্মরণে শোকসভা আরম্ভ হয়।

অনুষ্ঠান পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট ইকবালুর রশিদ আমিন। উক্ত শোকসভায় স্মৃতিচারণমূলক বক্তব্য প্রদান করেন এডভোকেট আবু ছিদ্দিক ওসমানী, এডভোকেট আহসান উল্লাহ, এডভোকেট ইমাম হোসেন, এডভোকেট মোহাম্মদ মাহবুবুল আলম টিপু, এডভোকেট মোহাম্মদ আবুল আলা, এডভোকেট ফরিদুল আলম, এডভোকেট সৈয়দ রেজাউর রহমান, এডভোকেট মোহাম্মদ আবদুল্লাহ- ১, এডভোকেট আকতার উদ্দিন হেলালী, এডভোকেট হোছাইন আহমদ আনসারী, এডভোকেট মমতাজ আহমদ, এডভোকেট আব্বাছ উদ্দিন চৌধুরী, এডভোকেট ছালামত উল্লাহ-২, এডভোকেট মোহাম্মদ তারেক, এডভোকেট মোহাম্মদ মোস্তফা, এডভোকেট আমজাদ হোসেন প্রমুখ।

সভা শেষে মরহুম মোস্তাইদুজ্জামান ওয়াকার এডভোকেট এর আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ নুরুল হক। উল্লেখ্য, মোস্তাইদুজ্জামান ওয়াকার এডভোকেট বিগত ২২জুন’ শুক্রবার বিকেল ৫.৩০ ঘটিকার সময় কক্সবাজার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

দেশবিদেশ /০৫ জুলাই ২০১৮/নেছার

Comments

comments

Posted ১১:০১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৫ জুলাই ২০১৮

dbncox.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

প্রকাশক
তাহা ইয়াহিয়া
সম্পাদক
মোঃ আয়ুবুল ইসলাম
প্রধান কার্যালয়
প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত
ফোন ও ফ্যাক্স
০৩৪১-৬৪১৮৮
বিজ্ঞাপন ও সার্কুলেশন
01870-646060
Email
ajkerdeshbidesh@yahoo.com