নিজস্ব প্রতিবেদক | বুধবার, ০৪ জুলাই ২০১৮
G.O-র অালোকে ৪ জুলাই থেকে ১০জুলাই পর্যন্ত এক সপ্তাহের জন্য চীন সফরে যাচ্ছেন মহেশখালী উপজলার নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল কালাম ৷ অাজ ৪ জুলাই সকাল ৮টা ২৫ মিনিটে বাংলাদেশে বিমানের BG84 ফ্লাইট যোগে চায়নার উদ্দেশ্য ঢাকা ছাড়বেন বলে জানাগেছে ৷ সফরকালে চীনের রাজধানী বেইজিং ছাড়াও সাংহাই, শেনজেন, চিংডাও, গুয়াংজু, জানজিয়াজি’র বিভিন্ন এলাকা ট্যূর প্রোগ্রামে অন্তর্ভূক্ত রয়েছে।
তিনি ভ্রমণ শেষে সুস্থ্য ভাবে, দেশে ফিরে নিজ কর্মস্থলে যোগদিতে পারে মতো সকলের কাছে দোয়া কামনা করেছেন।
দেশবিদেশ /০৪ জুলাই ২০১৮/নেছার
Posted ৬:০৭ অপরাহ্ণ | বুধবার, ০৪ জুলাই ২০১৮
dbncox.com | ajker deshbidesh