বৃহস্পতিবার ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertisement Placeholder

উৎসবমুখর পরিবেশে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান: শাহজাহান চৌধুরী

আব্দুস সালাম,টেকনাফ   |   বুধবার, ২২ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   16 বার পঠিত   |   পড়ুন মিনিটে

উৎসবমুখর পরিবেশে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান: শাহজাহান চৌধুরী

বিএনপি সরকারই দেশের উন্নয়ন ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সর্বাধিক ভূমিকা রেখেছে বলে মন্তব্য করেছেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক হুইপ শাহজাহান চৌধুরী।

তিনি বলেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমান ‘বিসমিল্লাহ’ উচ্চারণ করে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। তাঁর নেতৃত্বে এই দেশের মানুষ যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছে। মহান নেতার আদর্শ ও জনগণের অনুরোধে গঠিত বিএনপি আজও মানুষের হৃদয়ে অম্লান। এই দলই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক।

বুধবার (২২ অক্টোবর) বিকেলে টেকনাফের শাহপরীর দ্বীপের ৭নং ওয়ার্ডে বিএনপির এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শাহজাহান চৌধুরী বলেন, আল্লাহ আমাকে নির্বাচিত করলে শাহপরীর দ্বীপকে আলাদা ইউনিয়ন হিসেবে ঘোষণা করা হবে। পাশাপাশি সীমান্ত এলাকার তরুণদের দক্ষতা উন্নয়নে স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের সামরিক প্রশিক্ষণের আওতায় আনার প্রস্তাব সংসদে উত্থাপন করব, যাতে প্রয়োজনে দেশের যুদ্ধে তারা সেনাবাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়তে পারে।

নিজের দীর্ঘ রাজনৈতিক জীবনের লক্ষ্য তুলে ধরে তিনি বলেন, উখিয়া ও টেকনাফের প্রতিটি স্থানে শিক্ষার আলো ছড়িয়ে দিতে কাজ করেছি। স্কুল-কলেজ-মাদ্রাসা প্রতিষ্ঠা করেছি, যাতে এখানকার ছেলে-মেয়েরা শিক্ষিত হয়ে ডিসি, ইউএনও, পুলিশ কর্মকর্তা কিংবা আমার মতো এমপি হতে পারে।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নারীর শিক্ষায় অবদানের কথা উল্লেখ করে সাবেক হুইপ বলেন, খালেদা জিয়া মেয়েদের জন্য অষ্টম শ্রেণি থেকে ইন্টার পর্যন্ত বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করেছিলেন। তখন থেকেই দেশের মেয়েরা ঝরে পড়া বন্ধ করে স্কুল-কলেজমুখী হয়।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে শাহজাহান চৌধুরী বলেন, এই দেশের যত উন্নয়নমূলক কাজ হয়েছে, তা বিএনপি সরকারের সময়েই হয়েছে। অথচ কিছু দল একসময় দেশকে ভারতের কাছে, আবার কেউ কেউ অন্য দেশের কাছে বিক্রি করার অপচেষ্টা চালিয়েছে—এটাই বাস্তবতা।

আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, গত ১৭ বছরে আপনারা ভোট দিতে পারেননি। এবার মা-বোনসহ সবাই ভোটকেন্দ্রে যাবেন, উৎসবমুখর পরিবেশে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন, এই আমার আহ্বান।

উঠান বৈঠকে ৭নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ইসমাইলের সভাপতিত্বে বক্তব্য দেন টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট হাসান সিদ্দিকী, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

ডিবিএন/জেইউ।

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

প্রকাশক
তাহা ইয়াহিয়া
সম্পাদক
মোঃ আয়ুবুল ইসলাম

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : ০৩৪১-৬৪১৮৮। বিজ্ঞাপন ও সার্কুলেশন 01870-646060

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com