নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | 18 বার পঠিত | পড়ুন মিনিটে
কক্সবাজারে জেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর ( উশিব্যু)র আয়োজনে কার্যকর সাক্ষরতা ও ব্যবহারিক কর্মদক্ষতা বিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন হয়েছে।
বুধবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রাক-বৃত্তিমূলক পর্যায়ে বিদ্যালয় বহির্ভূত কিশোর-কিশোরীদের উশিব্যু-র স্কিলফো কারিগরি সহায়তা প্রকল্পের আওতায় ছয় মাসব্যাপী এ কোর্সের উদ্বোধন করা হয়।
প্রথম পর্যায়ে কম্পিউটার ও গ্রাফিক ডিজাইন এবং টেইলারিং এন্ড ফ্যাশন ডিজাইন এই দুটি ট্রেডে বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমি এবং ইসলামিয়া মহিলা কামিল মাদ্রাসা কেন্দ্রে ৮০জন প্রশিক্ষণার্থী অংশ নিচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মোঃ আঃ মান্নান।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন,দেশের জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করার একটি ধাপ শিক্ষার্থীদের বৃত্তিমূলক শিক্ষা নেয়া।এতে তারা কর্মদক্ষতা অর্জন করে বেকারত্বের হার কমাতে পারে।
এছাড়া প্রশিক্ষনার্থীদের সঠিকভাবে দক্ষতা অর্জনে তদারকি করতে প্রশিক্ষকদের প্রতি আহবান জানান জেলা প্রশাসক।
অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি সাইদুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে এতে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: শাহিন মিয়া, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক গুলশান আক্তারসহ প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীরা বক্তব্য রাখেন।
এ সময় বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমি এবং ইসলামিয়া মহিলা কামিল মাদ্রাসা প্রধান শিক্ষক, শিক্ষক,ট্রেড প্রশিক্ষকসহ প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
ঝড়ে পড়া শিক্ষার্থীদের ব্যবহারিক কর্মদক্ষতা ও কার্যকর সাক্ষরতা প্রদানে কক্সবাজার জেলার নয়টি উপজেলায় স্কিলফো প্যাকেজটির পাইলটিং সম্পন্ন হয়েছে।
এছাড়া কোর্স বাস্তবায়নের অগ্রগতি পর্যবেক্ষণ, নিয়মিত পরিবীক্ষণ ও কোর্সের গুণগত মান বজায় রাখার লক্ষ্যে প্রয়োজনীয় মূল্যায়নসহ সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো পালন করছে বলে সভায় জানানো হয়।
ডিবিএন/জেইউ।
.
এ বিভাগের আরও খবর