বৃহস্পতিবার ২৮শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৩ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

উন্নয়নশীল দশেে উত্তরণে বাংলাদশেরে অগ্রযাত্রায় যুক্তরাজ্যরে প্রশংসা

দেশবিদেশ অনলাইন ডেস্ক   |   শুক্রবার, ০৬ জুলাই ২০১৮

উন্নয়নশীল দশেে উত্তরণে বাংলাদশেরে অগ্রযাত্রায় যুক্তরাজ্যরে প্রশংসা

বাংলাদশে উন্নয়নশীল দশেরে কাতারে উঠার যোগ্যতা র্অজনরে সাফল্য অনাড়ম্বর অনুষ্ঠানরে মাধ্যমে উদযাপন করছেে লন্ডনস্থ বাংলাদশে হাই কমশিন। সন্ট্রোল লন্ডনরে ব্যাডনে-পাওয়লে হাউজে আয়োজতি ওই অনুষ্ঠানে প্রধান অতথিি হসিবেে উপস্থতি ছলিনে যুক্তরাজ্যরে ‘অল ‍র্পাটি র্পালামন্টোরি গ্রুপ অন বাংলাদশে’ এর চয়োর এবং রোহঙ্গিা বষিয়ক র্সবদলীয় সংসদীয় গ্রুপরে কো-চয়োর মজি এ্যান মইেন এমপ।ি বশিষে অতথিি হসিবেে যুক্তরাজ্য ফরনে এন্ড কমনওয়লেথ অফসিরে দক্ষণি এশয়িা বভিাগরে প্রধান র্ফাগাস অল্ড, ডএিফআইডরি বাংলাদশে সংক্রান্ত র্উধ্বতন র্গভনন্সে এডভাইজার জোয়লে র্হাডংি এবং আর্ন্তজাতকি বাণজ্যি বভিাগরে ট্রডে পলসিি গ্রুপ এর ম্যানজোর ক্রস্টিনিা টোয়পেলে উপস্থতি ছলিনে। যুক্তরাজ্যে বাংলাদশেরে হাইকমশিনার জনাব মো. নাজমুল কাওনাইনরে সভাপতত্বিে অনুষ্ঠানে যুক্তরাজ্য ভত্তিকি ব্যবসায়ী সংগঠনরে মধ্যে বাংলাদশে ক্যাটারারজ্ এসোসয়িশেন, ব্রটিশি বাংলাদশে চম্বোর অব কর্মাস, ইউকে বাংলাদশে ক্যাটালস্টি অব কর্মাস এন্ড ইন্ড্রাস্ট,ি ওয়লেস্ বাংলাদশে চম্বোর অব কর্মাস এর প্রতনিধিগিণ উপস্থতি ছলিনে। এছাড়াও কমউিনটিরি গণ্যমান্য ব্যক্তর্বিগ, বাংলা প্রন্টি ও ইলক্ট্রেনকি মডিয়িার সাংবাদকিবৃন্দ, শক্ষিক, গবষেক, সাংস্কৃতকি ব্যক্তত্বি এবং হাই কমশিনরে র্কমর্কতা ও র্কমচারীগণ উক্ত অনুষ্ঠানে উপস্থতি ছলিনে। অনুষ্ঠানরে শুরুতে হাই কমশিনার মো. নাজমুল কাওনাইন উপস্থতি অতথিদিরে স্বাগত জানয়িে উদ্বোধনী বক্তৃতা প্রদান করনে। হাই কমশিনার তাঁর বক্তব্যে জাতরি জনক বঙ্গবন্ধুর নতেৃত্বে স্বাধীনতা আন্দোলনরে প্রক্ষোপট ও উদ্দশ্যে উল্লখের্পূবক প্রধানমন্ত্রী শখে হাসনিার গতশিীল নতেৃত্বে বাংলাদশেরে র্আথ-সামাজকি অগ্রযাত্রার বভিন্নি দকি তুলে ধরনে।

বাংলাদশেরে এ উন্নয়ন অগ্রযাত্রায় বন্ধুপ্রতীম দশে যুক্তরাজ্যরে ক্রমর্বধমান সহযোগতিার বষিয় উল্লখে করে আগামী দনিওে নবিড়িভাবে পাশে পাবার আশাবাদ ব্যাক্ত করনে। তনিি যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদশেীদরে অতীতরে মতো ভবষ্যিতওে অধকি হারে বনিয়িোগরে মাধ্যমে এ উন্নয়ন অভযিাত্রায় ভূমকিা রাখার আহবান জানান। তনিি সকলকে একযোগে কাজ করার মাধ্যমে বঙ্গবন্ধুর ‘সোনার বাংলা’ গড়ে তোলার আহবান জানান। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করনে হাই কমশিনরে কর্মাশয়িাল কাউন্সলির এসএম জাকারয়িা হক। অনুষ্ঠানে স্বল্পোন্নত দশে হতে বাংলাদশেরে ধারাবাহকি র্অথনতৈকি উত্তরণরে উপর একটি তথ্যচত্রিও প্রর্দশন করা হয়। প্রধান অতথিি মজ্ িএ্যান মইেন এমপি তাঁর বক্তব্যে বাংলাদশেরে উন্নয়নরে এই অভূতর্পূব অগ্রযাত্রার ভূয়ষী প্রশংসা করনে এবং দু’দশেরে মধ্যকার বরিাজমান উষ্ণ র্অথনতৈকি সর্ম্পকরে বষিয়ে এবং রোহঙ্গিা সংকট মোকাবলোয় প্রধানমন্ত্রীর মানবকি ভূমকিায় সন্তোষ প্রকাশ করনে। অনুষ্ঠানে যুক্তরাজ্য সরকাররে র্উধ্বতন র্কমর্কতার বাংলাদশেরে র্অজনরে প্রশংসা করনে। তাঁরা বাংলাদশেরে দ্রুত উন্নয়নরে জন্য প্রধানমন্ত্রী শখে হাসনিার গতশিীল নতেৃত্বরে প্রশংসা করনে। তাঁরা তাঁদরে স্ব স্ব অফসি তথা যুক্তরাজ্য সরকাররে সম্ভাব্য সকল সহযোগতিা আগামী দনিওে অব্যাহত রাখার বষিয়ে আশ্বাস দনে। আলোচনায় যুক্তরাজ্য আওয়ামী লীগরে সভাপতি সুলতান শরীফ বাংলাদশেরে সাম্প্রতকি র্আথসামাজকি উন্নয়নরে চত্রি তুলে ধরনে। এছাড়াও অনুষ্ঠানে প্রবাসী ব্যবসায়ী সংগঠনরে বভিন্নি নতেৃবৃন্দও বক্তব্য রাখনে। অনুষ্ঠান সাংস্কৃতকি অনুষ্ঠানরে আয়োজন করা হয়। এতে দশোত্ববোধক সঙ্গীতসহ দশেীয় নৃত্য পরবিশেন করনে যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদশেী শল্পিীরা। সাংস্কৃতকি অনুষ্ঠান শষেে আমন্ত্রতি অতথিবিৃন্দ মধ্যাহ্নভোজে মলিতি হন। দেশবিদেশ /০৬ জুলাই  ২০১৮/দেশবিদেশ

Comments

comments

Posted ৮:১৩ অপরাহ্ণ | শুক্রবার, ০৬ জুলাই ২০১৮

dbncox.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

প্রকাশক
তাহা ইয়াহিয়া
সম্পাদক
মোঃ আয়ুবুল ইসলাম
প্রধান কার্যালয়
প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত
ফোন ও ফ্যাক্স
০৩৪১-৬৪১৮৮
বিজ্ঞাপন ও সার্কুলেশন
01870-646060
Email
ajkerdeshbidesh@yahoo.com