দেশবিদেশ অনলাইন ডেস্ক | শুক্রবার, ০৬ জুলাই ২০১৮
বাংলাদশে উন্নয়নশীল দশেরে কাতারে উঠার যোগ্যতা র্অজনরে সাফল্য অনাড়ম্বর অনুষ্ঠানরে মাধ্যমে উদযাপন করছেে লন্ডনস্থ বাংলাদশে হাই কমশিন। সন্ট্রোল লন্ডনরে ব্যাডনে-পাওয়লে হাউজে আয়োজতি ওই অনুষ্ঠানে প্রধান অতথিি হসিবেে উপস্থতি ছলিনে যুক্তরাজ্যরে ‘অল র্পাটি র্পালামন্টোরি গ্রুপ অন বাংলাদশে’ এর চয়োর এবং রোহঙ্গিা বষিয়ক র্সবদলীয় সংসদীয় গ্রুপরে কো-চয়োর মজি এ্যান মইেন এমপ।ি বশিষে অতথিি হসিবেে যুক্তরাজ্য ফরনে এন্ড কমনওয়লেথ অফসিরে দক্ষণি এশয়িা বভিাগরে প্রধান র্ফাগাস অল্ড, ডএিফআইডরি বাংলাদশে সংক্রান্ত র্উধ্বতন র্গভনন্সে এডভাইজার জোয়লে র্হাডংি এবং আর্ন্তজাতকি বাণজ্যি বভিাগরে ট্রডে পলসিি গ্রুপ এর ম্যানজোর ক্রস্টিনিা টোয়পেলে উপস্থতি ছলিনে। যুক্তরাজ্যে বাংলাদশেরে হাইকমশিনার জনাব মো. নাজমুল কাওনাইনরে সভাপতত্বিে অনুষ্ঠানে যুক্তরাজ্য ভত্তিকি ব্যবসায়ী সংগঠনরে মধ্যে বাংলাদশে ক্যাটারারজ্ এসোসয়িশেন, ব্রটিশি বাংলাদশে চম্বোর অব কর্মাস, ইউকে বাংলাদশে ক্যাটালস্টি অব কর্মাস এন্ড ইন্ড্রাস্ট,ি ওয়লেস্ বাংলাদশে চম্বোর অব কর্মাস এর প্রতনিধিগিণ উপস্থতি ছলিনে। এছাড়াও কমউিনটিরি গণ্যমান্য ব্যক্তর্বিগ, বাংলা প্রন্টি ও ইলক্ট্রেনকি মডিয়িার সাংবাদকিবৃন্দ, শক্ষিক, গবষেক, সাংস্কৃতকি ব্যক্তত্বি এবং হাই কমশিনরে র্কমর্কতা ও র্কমচারীগণ উক্ত অনুষ্ঠানে উপস্থতি ছলিনে। অনুষ্ঠানরে শুরুতে হাই কমশিনার মো. নাজমুল কাওনাইন উপস্থতি অতথিদিরে স্বাগত জানয়িে উদ্বোধনী বক্তৃতা প্রদান করনে। হাই কমশিনার তাঁর বক্তব্যে জাতরি জনক বঙ্গবন্ধুর নতেৃত্বে স্বাধীনতা আন্দোলনরে প্রক্ষোপট ও উদ্দশ্যে উল্লখের্পূবক প্রধানমন্ত্রী শখে হাসনিার গতশিীল নতেৃত্বে বাংলাদশেরে র্আথ-সামাজকি অগ্রযাত্রার বভিন্নি দকি তুলে ধরনে।
Posted ৮:১৩ অপরাহ্ণ | শুক্রবার, ০৬ জুলাই ২০১৮
dbncox.com | ajker deshbidesh