মঙ্গলবার ২৮শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

উত্তরণ মডেল স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপন কর্মসূচী উদযাপিত

বার্তা পরিবেশক   |   বৃহস্পতিবার, ১৯ জুলাই ২০১৮

উত্তরণ মডেল স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপন কর্মসূচী উদযাপিত

অদ্য ১৮ জুলাই ২০১৮ ইং তারিখে কক্সবাজারের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান উত্তরণ মডেল স্কুল এন্ড কলেজে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী ৩০ লক্ষ শহীদের স্মরণে বৃক্ষরোপন কর্মসূচী দেশের প্রতিটি স্কুলের ন্যায় উত্তরণ মডেল স্কুল এন্ড কলেজও অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৃক্ষরোপন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির শুভ উদ্ভোবন করেন উত্তরণ মডেল স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি ও কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্সের মহাপরিচালক শিক্ষাবিদ এম.এম. সিরাজুল ইসলাম। বৃক্ষরোপন কর্মসূচি উদ্ভোধন পরবর্তী এক সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, মুক্তিযোদ্ধারা ছিলেন জাতির শ্রেষ্ঠ সন্তান।

তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। তাদের স্মরণে বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক বৃক্ষরোপন কর্মসূচির আয়োজনে সত্যিই প্রসংশনীয়। তিনি বলেন, বৃক্ষ আমাদের পরম বন্ধু। একমাত্র বৃক্ষই পারে এই জলবায়ু পরিবর্তনের কারণে সংকটাপন্ন পৃথিবীকে বাঁচাতে আর তাই উত্তরণ কর্তৃপক্ষ আবাসিক এলাকাকে সবুজায়নের লক্ষে এ বছর উত্তরণ আবাসিক এলাকার অভ্যান্তরে প্রায় বিশ হাজার বিভিন্ন জাতের বৃক্ষ রোপনের কর্মসূচী হাতে নিয়েছে। তিনি ছাত্র-ছাত্রীদে বৃক্ষরোপন ও বৃক্ষের পরিচর্যায় নিজেদের নিয়োজিত করার আহবান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্য রোটারিয়ান এস.এম নজরুল ইসলাম। বৃক্ষরোপন কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী ও বিপুলসংখ্যক ছাত্র-ছাত্রী উপস্থিত হয়ে প্রধান অতিথির নির্দেশনায় বিদ্যালয়ের আশেপাশে কয়েক হাজার বিভিন্ন জাতের ফলজ ও বনজ বৃক্ষ রোপন করেন।

Comments

comments

Posted ১২:২৯ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ জুলাই ২০১৮

dbncox.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

প্রকাশক
তাহা ইয়াহিয়া
সম্পাদক
মোঃ আয়ুবুল ইসলাম
প্রধান কার্যালয়
প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত
ফোন ও ফ্যাক্স
০৩৪১-৬৪১৮৮
বিজ্ঞাপন ও সার্কুলেশন
01870-646060
Email
ajkerdeshbidesh@yahoo.com