নিজস্ব প্রতিনিধি উখিয়া | শুক্রবার, ২৬ অক্টোবর ২০১৮
উখিয়ায় কর্মরত সাংবাদিকদের এক প্রীতিভোজ শুক্রবার উখিয়া প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন পত্রিকার সাংবাদিক, উপজেলা প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তা, জেলায় কর্মরত সিনিয়র সাংবাদিক ও সম্পাদকদের উপস্থিতি মিলন মেলায় পরিনত হয়।
উখিয়া উপজেলা প্রশাসন ও উখিয়ায় কর্মরত সাংবাদিকদের যৌথ উদ্যোগে আয়োজিত প্রীতিভোজে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) একেরামূল ছিদ্দিক, দৈনিক আজকের দেশবিদেশ পত্রিকার সম্পাদক, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি আইয়ুবুল ইসলাম, দৈনিক কালের কণ্ঠের সিনিয়র স্টাফ রিপোর্টার ও দৈনিক আজকের দেশবিদেশ পত্রিকার পরিচালনা সম্পাদক তোফায়েল আহমদ, উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের, হেলপ কক্সবাজারের নির্বাহী পরিচালক এমএ কাশেমসহ উখিয়ার বিভিন্ন পত্রিকা,অনলাইনে কর্মরত সাংবাদিক, এনজিওর কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান, উপজেলা প্রশাসনের লোকজন উপস্থিত ছিলেন। তবে বিশেষ করে এটি ছিল সাংবাদিকদের মিলন মেলা। প্রীতিভোজ শেষে প্রেসক্লাবের অবকাঠামোসহ সার্বিক উন্নয়নের বিষয়ে সহকারি কমিশনার (ভূমি) একেরামূল ছিদ্দিকের দৃষ্টি আকর্ষণ করেন দৈনিক কালের কণ্ঠের সিনিয়র স্টাফ রিপোর্টার ও দৈনিক আজকের দেশবিদেশ পত্রিকার পরিচালনা সম্পাদক তোফায়েল আহমদ।
Posted ১১:৩৭ অপরাহ্ণ | শুক্রবার, ২৬ অক্টোবর ২০১৮
dbncox.com | ajker deshbidesh