শহিদুল ইসলাম উখিয়া | বৃহস্পতিবার, ০১ ডিসেম্বর ২০২২
কক্সবাজারের উখিয়ার সীমান্তে অভিযান চালিয়ে এক কেজি চল্লিশ গ্রাম ওজনের ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করেছে ৩৪বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)।উদ্ধারকৃত মাদকের মূল্য কোটি বিশ লাখ টাকা বলে বিজিবি জানিয়েছেন।এসময় কাউকে আটক করতে পারেনি।
পহেলা ডিসেম্বর বৃহস্পতিবার ভোরে উখিয়ার পালংখালী ইউনিয়নের দক্ষিণ রহমতের বিল এলাকায় এ অভিযান চালানো হয়।রাত নয়টারদিকে পাঠানো এক প্রেসনোটে এ তথ্য জানানো হয়। কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক কর্নেল মো. মেহেদী হোসাইন কবির সত্যতা নিশ্চিত করেন।তিনি আরো বলেন অভিযানকালে মাদককারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
তিনি বলেন, ‘উখিয়ার দক্ষিণ রহমতের বিল সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে মাদকের বড় একটি চালান পাচারের খবরে বিজিবির একটি দল অভিযান চালায়। ঘটনা¯’লে বিজিবি সদস্যদের উপ¯ি’তি টের পেয়ে ৩-৪ জন সন্দেহভাজন ছোট একটি বস্তা ফেলে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। তাদের ফেলে যাওয়া বস্তাটি খুলে এক কেজি চল্লিশ গ্রাম ওজনের ক্রিস্টাল মেথ আইস পাওয়া যায়। উদ্ধার করা মাদক বিজিবির ব্যাটালিয়ন দপ্তরে রাখা হয়েছে বলে জানান তিনি।
Posted ১১:৫৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০১ ডিসেম্বর ২০২২
dbncox.com | Bijoy Kumar