নিজস্ব প্রতিবেদক,উখিয়া | শনিবার, ২৫ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | 18 বার পঠিত | পড়ুন মিনিটে
উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প- ১০ অভ্যন্তরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক রোহিঙ্গা নারী গ্রেফতার করেছে র্যাব-১৫’র সহ একটি যৌথ অভিযানিক দল।
২৫ অক্টোবর মধ্যরাতে র্যাব-১৫’র সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্প এবং ডিজিএফআই কক্সবাজার’র একটি যৌথ দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-১০, ব্লক-ডি/১১ এলাকায় এক মাদক কারবারি মাদকের একটি বড় চালান পাচারের উদ্দেশ্যে নিজ হেফাজতে মজুদ রেখেছেন।এমন তথ্যের ভিত্তিতে বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে মাদক কারবারি দিলবাহার’র বসত ঘর তল্লাশি করে ১ লাখ ১২ হাজার ৪৬৩ পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়।এ সময় উক্ত ঘরের গৃহকত্রী দিলবাহারকে হাতেনাতে আটক করা হয়।
আটককৃত দিলবাহার (৫০) উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-১০’র ব্লক-ডি-১১’র মৃত আয়ুবের স্ত্রী এবং মৃত লাল মিয়া-মৃত বেগম বাহার দম্পতির কন্যা।
উদ্ধারকৃত ইয়াবাসহ আটককৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন র্যাব-১৫’র সহকারী পরিচালক(ল এন্ড মিডিয়া) আ.ম. ফারুক।
ডিবিএন/জেইউ।
.
এ বিভাগের আরও খবর