নিজস্ব প্রতিবেদক,উখিয়া | রবিবার, ০২ সেপ্টেম্বর ২০১৮
উখিয়ার রোহিঙ্গা অধ্যুষিত এলাকা কুতুপালং বাজারে র্যাব-৭এর সদস্যরা অভিযান চালিয়ে ৩ হাজার ৮ শ ৮৫ পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গাকে আটক করেছে। শুক্রবার দিবাগত রাতের দিকে কুতুপালং বাজারে এ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।আটকরা হলেন, কুতুপালং রোহিঙ্গা শিবিরের ই-ব্লকের বাসিন্দা আব্দুস সালামের ছেলে হোসেন আহমদ (৩০) ও টেকনাফের লেদা রোহিঙ্গা শিবিরের ডি-ব্লকের বাসিন্দা মৃত সামসুল ইসলামের ছেলে ছানাউল্লাহ (৪০)। শনিবার (০১ সেপ্টেম্বর) বিকেল ৩ টার দিকে র্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মেহেদী হাসান জানান, কিছু ইয়াবা ব্যবসায়ী ইয়াবা ক্রয়-বিক্রয়ের জন্য কুতুপালং বাজারে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে এসব ইয়াবা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা শেষে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
Posted ১:৪২ পূর্বাহ্ণ | রবিবার, ০২ সেপ্টেম্বর ২০১৮
dbncox.com | ajker deshbidesh