নিজস্ব প্রতিবেদক,উখিয়া | শনিবার, ২৫ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | 21 বার পঠিত | পড়ুন মিনিটে
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ এক যুবক’কে আটক করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যরা।
শুক্রবার দিনগত সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-বি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এসব ইয়াবাসহ রোহিঙ্গা যুবক মো. আয়াসকে আটক করা হয়। সে ওই ক্যাম্পের ব্লক-৮’র বাসিন্দা ফারুক আহমদের ছেলে।
এ বিষয়ে শনিবার দুপুরে ৮ এপিবিএন’র অধিনায়ক (ভারপ্রাপ্ত) রিয়াজ আহমেদ বলেন, রোহিঙ্গা ক্যাম্পে মাদকবিরোধী অভিযান আমাদের নিয়মিত কার্যক্রমের অংশ। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
ডিবিএন/জেইউ।
.
এ বিভাগের আরও খবর