নিজস্ব প্রতিবেদক,উখিয়া | সোমবার, ১৩ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | 59 বার পঠিত | পড়ুন মিনিটে
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১৮-তে অভিযান চালিয়ে একটি একনলা বন্দুক, গুলি ও গুলির খোসা উদ্ধার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
রোববার (১২ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে ক্যাম্প-১৮’র এম/১৫ ব্লকের মরাপাহাড়ের নিচে রাস্তার ওপর এ অভিযান পরিচালনা করেন এপিবিএন’র ময়নারঘোনা পুলিশ ক্যাম্পের বিশেষ দল।এপিবিএন
সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ দল অভিযানে যায়। খবর ছিল, সশস্ত্র একদল অজ্ঞাত রোহিঙ্গা সন্ত্রাসী ওই এলাকায় অবস্থান করছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা কৌশলে পালিয়ে গেলেও ঘটনাস্থল তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয় একটি একনলা বন্দুক, দুটি তাজা গুলি এবং তিনটি গুলির খোসা।
ঘটনার সময় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানায় পুলিশ। তবে উদ্ধারকৃত অস্ত্র ও আলামত উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
রোহিঙ্গা ক্যাম্পে আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্বে থাকা ৮ এপিবিএন’র সহ-অধিনায়ক উইক্য সিং বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে নিয়মিত অভিযান পরিচালনা করছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যেকোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম কঠোরভাবে দমন করা হবে। রোহিঙ্গা ক্যাম্প এলাকায় শান্তি বজায় রাখতে আমাদের নজরদারি অব্যাহত থাকবে।
ডিবিএন/জেইউ।
.
এ বিভাগের আরও খবর