বৃহস্পতিবার ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertisement Placeholder

উখিয়ায় বিজিবির পৃথক অভিযানে ৭০ হাজার ইয়াবা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   34 বার পঠিত   |   পড়ুন মিনিটে

উখিয়ায় বিজিবির পৃথক অভিযানে ৭০ হাজার ইয়াবা উদ্ধার

কক্সবাজারের উখিয়ায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি। উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) পরিচালিত এ অভিযানে ৭০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

সোমবার (১৩ অক্টোবর) রাতে এই অভিযানগুলো পরিচালনা করা হয় বলে জানিয়েছেন উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন।

তিনি জানান, সোমবার (১৩ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে পালংখালী বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার বিডি-১৯ থেকে প্রায় ২ কিলোমিটার দক্ষিণ-পূর্ব দিকে কাটাখাল মিজানের ঘের এলাকায় অবস্থান নেয়। এসময় মিয়ানমার দিক থেকে একজন ব্যক্তিকে ধানক্ষেতের ভেতর দিয়ে বাংলাদেশে আসতে দেখে বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করলে তিনি হাতে থাকা রঙিন কাপড়ে মোড়ানো একটি পোটলা ফেলে নাফ নদী পাড়ি দিয়ে পালিয়ে যান।

পরে ঘটনাস্থল তল্লাশি করে রঙিন কাপড়ে মোড়ানো খাকি কাগজের ভেতর নীল রঙের বায়ুরোধী তিনটি কাটে মোট ৩০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এছাড়া সোমবার দিবাগত রাত ২টার দিকে হ্নীলা বিওপিতে স্থাপিত রাডারের মাধ্যমে সীমান্ত পিলার বিআরএম-১২ এলাকার উত্তর-পূর্ব দিকে সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করা যায়। পরে বিজিবির বিশেষ টহলদল সেখানে ফাঁদ পেতে অভিযান চালায়। আনুমানিক একই সময়ে এক চোরাকারবারী জালিয়াপাড়া সুইচগেইটের কাছে আসলে তাকে চ্যালেঞ্জ করলে সে হাতে থাকা কালো প্লাস্টিক ব্যাগ ফেলে নাফ নদীতে ঝাঁপ দেয়।

ঘটনাস্থল থেকে উদ্ধার করা প্লাস্টিক ব্যাগে নীল রঙের বায়ুরোধী চারটি কাটে মোট ৪০ হাজার ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন আরও জানান, পলাতক মাদক চোরাকারবারীদের শনাক্তে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা উখিয়া ও টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ডিবিএন/জেইউ। 

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

প্রকাশক
তাহা ইয়াহিয়া
সম্পাদক
মোঃ আয়ুবুল ইসলাম

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : ০৩৪১-৬৪১৮৮। বিজ্ঞাপন ও সার্কুলেশন 01870-646060

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com