বৃহস্পতিবার ৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

উখিয়ায় বাঁশভর্তি ট্রাক উল্টে নিহত ৪

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৬ জুলাই ২০১৮

উখিয়ায় বাঁশভর্তি ট্রাক উল্টে নিহত ৪

উখিয়ার বালুখালীর কাস্টমস ঘাট এলাকায় অতিরিক্ত বাঁশ বোঝাই ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাকটি উল্টে সড়কে থাকা সিএনজি এবং টমটমকে চাপা দিলে ঘটনাস্থলে সিএনজি ও টমটমে থাকা নারী ও শিশুসহ ৪ জন যাত্রী নিহত হয়েছেন। অন্তত ১৪ জন আহত হয়েছেন। সোমবার (১৬ জুলাই) সকাল আনুমানিক ৯টার সময় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ ও দমকল বাহিনী স্থানীয়দের সহযোগিতায় ট্রাকের নিচে চাপা পড়া ১৮ জনকে উদ্ধার করে। পরে তাদের স্থানীয় রেড ক্রিসেন্ট হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা শিশু, নারীসহ চারজনকে মৃত ঘোষণা করেন।

নিহতরা হচ্ছে বালুখালী ক্যাম্পের বাসিন্দা নুর কায়েস (২৫), একই ক্যাম্পের তসরিন (২০), তার শিশু কন্যা মোশরফা আকতার (২৭ দিন), বালুখালী পানবাজার এলাকার রোজিনা আকতার (২৬)। গুরুতর আহত হলদিয়া পালং ইউনিয়নের হেলাল উদ্দিন (২১), টেকনাফ নাইট্যংপাড়া গ্রামের ফাতেমা বেগম (২৭), বালুখালী গ্রামের হামিদুর রহমান (১৬),একই গ্রামের আনোয়ারা বেগম (২৫)সহ ১০ জন যাত্রী রেডক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।

লাশগুলো হাসপাতাল মর্গে রাখা হয়েছে। নিহতদের মধ্যে একজন মুক্তি কক্সবাজারে কর্মরত রুজিনা আক্তার (রুজি) পরিচয় জানা গেলেও রিপোর্ট লিখা পর্যন্ত বাকী নিহত ও আহতদের পরিচয় জানা সম্ভব হয়নি।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নিকারুজ্জামান চৌধুরী ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতায় অংশ নেন।

উখিয়া থানার ওসি (তদন্ত) জানান, নিহত ৪ জনকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে এবং এব্যাপারে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

Comments

comments

Posted ৫:৫৫ অপরাহ্ণ | সোমবার, ১৬ জুলাই ২০১৮

dbncox.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

প্রকাশক
তাহা ইয়াহিয়া
সম্পাদক
মোঃ আয়ুবুল ইসলাম
প্রধান কার্যালয়
প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত
ফোন ও ফ্যাক্স
০৩৪১-৬৪১৮৮
বিজ্ঞাপন ও সার্কুলেশন
01870-646060
Email
ajkerdeshbidesh@yahoo.com