নিজস্ব প্রতিবেদক,উখিয়া | সোমবার, ০৬ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | 18 বার পঠিত | পড়ুন মিনিটে
উখিয়া থানা পুলিশের পৃথক অভিযানে দেশীয় অস্ত্র-গুলি-ইয়াবাসহ ৫ জন আটক হয়েছে।
এসময় তাঁদের কাছ থেকে দুইটি ওয়ান শুটারগান, ৩ রাউন্ড ১২ বোর শর্টগানের কার্তুজ,১টি রাইফেলের খালি খোসা, ১টি শর্টগানের খালি খোসা ও ৭ হাজার পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়েছে।
পুলিশ সুত্র জানিয়েছে,রোরবার (৫ অক্টোবর) ভোরে উখিয়ার পালংখালী ইউনিয়নের মরাগাছতলা এলাকার মৃত পুতুর ছেলে ফরিদুল আলমের বসত ঘরে প্রথম অভিযান চালানো হয়। এ অভিযানে নেতৃত্ব দেন উখিয়া থানার উপ,- পরিদর্শক মিজানুর রহমান। রোববার ভোরে উখিয়ার পালংখালী ইউনিয়নের মরাগাছতলায় একদল পুলিশ অবস্থান নেন। গোপন সংবাদের ভিত্তিতে ফরিদুল আলমের বসত বাড়িতে অভিযান চলাকালে ফরিদুল আলম (৩৫) সহ ৪ জনকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্র ও মাদকের সঙ্গে তাদের সংশ্লিষ্টতা নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে।অপরদিকে একই সকাল সাড়ে ৭টার দিকে রাজাপালংয়ের ইউনিয়নের শৈলরডেবা এলাকার অরুন সওদাগরের দোকানের সামনে অভিযান চালিয়ে ডেইল পাড়ার সৈয়দ আলমের ছেলে কফিল উদ্দিন(২১)কে ৫ হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়েছে।
এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক সত্যতা নিশ্চিত করে আরো বলেন, আটককৃতদের বিরুদ্ধে উখিয়া থানায় অস্ত্র ও মাদক আইনে পৃথক মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। মাদক ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে জানান ওসি।
ডিবিএন/জেইউ।
.
এ বিভাগের আরও খবর