নিজস্ব প্রতিনিধি,উখিয়া | মঙ্গলবার, ১৯ জুন ২০১৮
উখিয়া উপজেলার রতœাপালং ইউনিয়নের চাকবৈঠা এলাকায় পুুকুরে ডুবে ১ ছেলে ২ মেয়ে শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় সুত্রে জানা গেছে, ঈদ উপলক্ষ্যে বাড়ীতে লোকজন নিয়ে ব্যস্ত ছিলেন স্থানীয় আবু ছিদ্দিক মুন্সি ও তার বড় ভাই আব্দুল কাদের স্ত্রী। এসময় আবু ছিদ্দিক মুন্সির ৫ বছরের শিশু পুত্র এবং আব্দুল কাদেরের ৬ বছর ও ৪ বছরের ২ শিশু কন্যা বাড়ীর আঙ্গিনার পুকুর পারে খেলা করছিল। পুকুর পারের আম গাছ থেকে হঠাৎ একটি আম পুকুরে পড়লে আমের জন্য তারা একত্রে লাফ দিলে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়। দীর্ঘক্ষণ পর ভেসে উঠলে পরিবারের লোকজন দেখ পেয়ে তাদের উদ্ধার করে উখিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক ৩জনকে মৃত ঘোষণা করে। উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের বলেন, বিষয়টি সম্পর্কে আমি এখনো অবগত নয়। তবে পারিবারিক ভাবে অভিযোগ না থাকলে লাশ দাফনের কোন সমস্যা নেই।
Posted ১০:২১ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৯ জুন ২০১৮
dbncox.com | ajker deshbidesh