শুক্রবার ৯ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

উখিয়ায় পচাগলা ত্রান বিতরন নিয়ে তুলকালাম

রফিক উদ্দিন বাবুল, উখিয়া   |   সোমবার, ১৭ সেপ্টেম্বর ২০১৮

উখিয়ায় পচাগলা ত্রান বিতরন নিয়ে তুলকালাম

উখিয়া ভুমি অফিসে শতাধিক আনসার ভিড়িপি সদস্যদের মধ্য সেভ দ্যা সিলড্রেন এনজিও সংস্থা কর্তৃক প্রদত্ত পচাগলা ত্রান সামগ্রী নিয়ে বাদ প্রতিবাদ তর্কবিতর্কসহ প্রচন্ড ক্ষোভ ও উত্তেজনা দেখা দিয়েছে। এসব নি¤œ মানের খাবার অনুপযোগী নুন্যতম ত্রান না নিয়ে আনসার ভিড়িপি সদস্যরা ফিরে যাওয়ার বিষয়টি স্থানীয় সংবাদ কর্মীরা জানার জন্য চেষ্টা করলেও সংশ্লিষ্টরা তা এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। গতকাল রোববার সকাল ১০ টার দিকে এঘটনাটি ঘটে। সহকারী কমিশনার ভুমি বলছেন, তারা ত্রান বিতরনের কোন অনুমতি নেয়নি। সরজমিন ঘটনাস্থল উখিয়া ভুমি অফিসে গিয়ে দেখা যায়, প্রায় শতাধিক আনসার ভিড়িপি নারী পুরুষ ত্রান বিতরনকারীদের সাথে তর্কবিতর্কে জড়িয়ে পড়েছে। এসময় আনসার ভিড়িপির ইউনিয়ন লিডার আব্দুস সত্তার অভিযোগ করে জানান, সেভ দ্যা সিলড্রেন ৪ কেজি ডাল,১কেজি লবন ও কেজি চিনিবর্তী একটি করে বস্তা আনসার ভিড়িপিদের ধরিয়ে দিয়ে পার পেয়ে যাওয়ার চেষ্টা করছিল। পরে বস্তাখোলে দেখা যায় প্রদত্ত ত্রান গুলো খাবার অনুপযোগী। এ নিয়ে আনসার ভিড়িপি সদস্যদের মধ্যে প্রচন্ড ক্ষোভ ও উত্তেজনা দেখা দেয়। তারা তাৎক্ষনিক ভাবে স্থানীয় সাংবাদিকদের সহযোগিতা কামনা করলে বেশ কয়েকজন সাংবাদিক এসমস্ত ত্রান সামগ্রী খোলে দেখেন। জানতে চাইলে, প্রথমে পরিচয় দিতে অস্বীকৃতি জানালেও পরে সাংবাদিকদের চাপের মূখে সেভ দ্যা সিলড্রেনের কক্সবাজারস্থ ডিস্ট্রিভিউশনার পরিচয় দিয়ে ওসমান গনি নামের এক কর্মকর্তা জানান, তারা ত্রান গুলো কক্সবাজার থেকে ক্রয় করেছে। তবে এতযে খারাপ ও নি¤œ মানের মালামাল দেওয়া হবে তা তাদের জানা ছিলনা। তিনি বলেন, আনিত ত্রান সামগ্রী নিয়ে যাওয়া হবে। পরে উন্নত মানের মালামাল বিতরনের আশ^স্থ করলেও আনসার ভিড়িপি সদস্যরা তা মানতে নারাজ। উপজেলা আনসার ভিড়িপি কমান্ডার জসিম উদ্দিন চৌধুরী জানান, এক ইউনিয়ন থেকে ২০ জন করে ৫ ইউনিয়নের আনসার ভিড়িপি সদস্যদের আনা হয়েছে। তারা আর্থিক ও মানষিক ভাবে ত্যাগ স্বীকার করে প্রত্যন্ত অঞ্চল থেকে উখিয়া ভুমি অফিসে এসে সেভ দ্যা সিলড্রেনের ত্রান বিতরনের নামে অভিনব প্রতারনা দেখে হতভাগ হয়ে পড়েছে। এ ব্যাপারে উখিয়ার সহকারী কমিশনার ভুমি একরামুল ছিদ্দিক জানান, সেভ দ্যা সিলড্রেনের ত্রান বিতরনের নামে তিনি জানেন না।

Comments

comments

Posted ২:১৯ পূর্বাহ্ণ | সোমবার, ১৭ সেপ্টেম্বর ২০১৮

dbncox.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

প্রকাশক
তাহা ইয়াহিয়া
সম্পাদক
মোঃ আয়ুবুল ইসলাম
প্রধান কার্যালয়
প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত
ফোন ও ফ্যাক্স
০৩৪১-৬৪১৮৮
বিজ্ঞাপন ও সার্কুলেশন
01870-646060
Email
ajkerdeshbidesh@yahoo.com