| বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | 46 বার পঠিত | পড়ুন মিনিটে
নিজস্ব প্রতিবেদক, উখিয়া
উখিয়ায় দুর্বৃত্তদের ‘লাঠির’ আঘাতে এক দিনমজুর মারা গেছে।বুধবার (১৫ অক্টোবর) দিনগত সাড়ে ৯টার দিকে উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের লেঙ্গুরবিল এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান, উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক।নিহত মোহাম্মদ আলম ওরফে বইল্লাবরো আলম (৫০) একই এলাকার মোহসেন আলীর ছেলে।
তিনি পেশায় কৃষিকাজের পাশাপাশি দিনমজুরের কাজ করতেন।
স্থানীয়দের বরাতে জিয়াউল হক বলেন,বুধবার রাত সাড়ে ৯টার দিকে হলদিয়াপালং ইউনিয়নের লেঙ্গুরবিল এলাকার ধানক্ষেতে এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মাথায় আঘাতপ্রাপ্ত রক্তাক্ত মৃতদেহটি উদ্ধার করেন।নিহতের মাথার আঘাতের ধরণ দেখে পুলিশের ধারণা, অজ্ঞাত দুর্বৃত্তদের হামলায় লাঠি জাতীয় কিছুর আঘাতে মোহাম্মদ আলমের মৃত্যু হয়ে থাকতে পারে। তার শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে।
ওসি বলেন, কারা, কি কারণে খুনের ঘটনা ঘটিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনায় জড়িতদের শনাক্ত করতে এবং গ্রেফতারে পুলিশ তথ্য সংগ্রহ করছে। নিহতের মরদেহ উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ এমনটাই জানালেন, জিয়াউল হক।
ডিবিএন/জেইউ।
.
এ বিভাগের আরও খবর