দেশবিদেশ অনলাইন ডেস্ক | বৃহস্পতিবার, ২৮ জুন ২০১৮
ঠিক যেন ১৪ বছর নির্জনে বসবাস। সাফল্যের ছোঁয়া পাওয়া এক সম্ভাবনাময় তারকার ট্রফির খোঁজে হন্যে হয়ে ফেরার গল্প। ২০০৪-এ অল ইংল্যান্ড লন টেনিস ক্লাব দেখেছিল টিন এজার এক রাশিয়ান তরুণীর আগ্রাসন। যদিও খেতাব জয়ের পর এক দশক সেমিফাইনালের বাধা টপকাতে পারেননি রুশ টেনিস সুন্দরী।
মাঝে ডোপ টেস্টে ধরা পড়ে নির্বাসন ও ওয়াইল্ড কার্ড নিয়ে বিতর্কের জেরে গত দু’বছর এসডব্লু ১৯-এ পা দেওয়া হয়নি মারিয়া শারাপোভার। অবশেষে তিন বছরের ব্যবধান ঘুচিয়ে উইম্বলডনের আসরে ফিরছেন মারিয়া শারাপোভা।
Posted ১:১৪ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৮ জুন ২০১৮
dbncox.com | ajker deshbidesh