হামিদুল হক,ঈদগড় | বৃহস্পতিবার, ০৫ জুলাই ২০১৮
হাবিব উল্লাহ (৩৫) নামে এক ব্যাক্তি গত (বুধবার) নদীর স্রোতের পানিতে ভেসে গিয়ে নিখোঁজ হয়েছে। কক্সবাজার জেলার ঈদগড় ইউনিয়নের বড়বিল বর্মা পাড়া এলাকায় এ ঘটনাটি ঘটেছে। পারিবারিক সুত্রে জানা যায়, বর্মা পাড়া এলাকার আবদুল মজিদের ছেলে হাবিব উল্লাহ ৪জুলাই সকালে পার্শ্ববর্তী নদীর অপর পাড়ে তার ক্ষেতে কাজ করতে যায়। সেখান থেকে দুপুরে নদী পার হয়ে নিজের বাড়িতে ফেরার সময় পাহাড়ি ঢলের পানির স্রোতে ভেসে যায়।
হারিয়ে যাওয়ার পর থেকে অনেক খোজাঁখুজির পরে ও তাকে পাওয়া যায়নি। দুই মেয়ে সন্তানের জনক হাবিব উল্লাহ বর্তমানে নিখোঁজ রয়েছে। এ ব্যাপারে ঈদগড়ে দায়িত্বে থাকা এএসআই মোরশেদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, টানা কয়েক দিন বৃষ্টির কারনে আলিক্ষ্যং ও বড়ছড়ার পানি বেড়ে তিব্র স্রোতের সৃষ্টি করেছে। হাবিব উল্লাহ বাড়ির পাশের নদী পার হওয়ার সময় স্রোতের পানিতে ভেসে যায়। অনেক খোজাঁখোজির পরেও এখন ও পর্যন্ত তাকে পাওয়া যায়নি বলে তিনি জানিয়েছেন।
দেশবিদেশ /০৫ জুলাই ২০১৮/নেছার
Posted ১০:৫৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৫ জুলাই ২০১৮
dbncox.com | ajker deshbidesh