মঙ্গলবার ৩০শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

ঈদগাঁও মাইজপাড়া হাজীরকুমে ব্রীজ আছে সড়ক নেই!

সেলিম উদ্দিন, ঈদগাঁও   |   বৃহস্পতিবার, ২৮ জুন ২০১৮

ঈদগাঁও মাইজপাড়া হাজীরকুমে ব্রীজ আছে সড়ক নেই!

কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও মেহের ঘোনা-মাইজপাড়া হাজীরকুম সড়কটি দীর্ঘমাস ধরে সংস্কারের অভাবে চরম অবহেলায় রয়েছে। সড়ক না থাকলেও রয়েছে ব্রীজ। দেখার কেউ না থাকায় হতাশ হয়ে পড়েছে এ সড়ক দিয়ে চলাচলকারীরা। প্রাপ্ত তথ্য জানা গেছে, ২০১৫ -২০১৬ অর্থ বছরে দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সেতু কালভার্ট নির্মান প্রকল্পে ঈদগাঁও মাইজ পাড়া হাজীরকুম খালের উপর ব্রীজ নির্মান উদ্বোধন করেন সদর-রামু আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল। দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এটি বাস্তবায়ন করলেও দেখভাল করে সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা। ব্রীজ নির্মানের দীর্ঘমাস পার হলেও এ সড়কটি এখনো আলোর মুখ দেখেনি। যার ফলে হতাশ হয়ে পড়েছে বৃহত্তর এলাকার বিপুল জনসংখ্যা। এ সড়ক যদি নির্মান কাজ সম্পন্ন হলে স্থানীয়দের যাতায়াত অনেকটা সহজতর হতো বলে মনে করেন এলাকাবাসী। এছাড়াও এলাকার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসা পড়ুয়া ছাত্রছাত্রীরা অনায়াসে এই রাস্তা দিয়ে চলাফেরা করতে পারতো। বাজার হয়ে ঘুরে আসার ক্ষেত্রে সময় ও অর্থ অপচয় কম হত। ইউনিয়নের মেহের ঘোনাস্থ মহাসড়কের লাগোয়া প্রায় ২/৩ কিলোমিটার পযন্ত সংস্কাবিহীন পড়ে থাকা সড়ক নির্মাণ কাজ করা হলে এলাকাবাসীর জন্য বিশেষ সুযোগ সুবিধা সৃষ্টি হবে বলে জানিয়েছেন সচেতন মহল। দক্ষিন মাইজ পাড়ার ব্যবসায়ী জিল্লল এহেচান ভুলু জানান, গ্রামীন সড়কটি মেরামত হলে সর্বশ্রেনী পেশার লোকজনের চলাচলের ক্ষেত্রে সহজ হবে এবং চরম দূর্ভোগ থেকে মুক্তি পাবে। উত্তর মাইজ পাড়ার বাসিন্দারা জানান, দীর্ঘ সময় ধরে পড়ে থাকা সড়কটি যদি সংস্কার করা হয় তাহলে এলাকার লোকজনদেরকে ঈদগাঁও বাজার পেরিয়ে মহাসড়কে আসতে আধঘন্টা সময় প্রয়োজন হবে। সেক্ষেত্রে ১০/১৫ মিনিটে পায়ে হেটে সরাসরি মহাসড়কে পৌঁছানো সম্ভব। এবং সময় ও অর্থ সাশ্রয় হবে।
তবে উক্ত সড়কের যান চালকরা জানান, সড়ক মেরামত না করে দীর্ঘদিন পূর্বে হাজীরকুম পয়েন্টে একটি ব্রীজ নির্মান করা হয়েছে। সড়কটি পরিপূর্ণ সংস্কার না হওয়ায় জন ও যানবাহন চলাচল করতে পারছেনা। তাই উধ্বতর্ন কতৃপক্ষের নিকট আবেদন অবিলম্বে চলাচল অযোগ্য সড়কটি সংস্কার করে বৃহত্তর এলাকার জনগোষ্ঠীর দৈনিক চলাফেরার সুযোগ সুবিধা সৃষ্টি করা হোক। স্থানীয় ইউপি মেম্বার বজলুর রশিদ বলেন, নির্মিত ব্রীজের কারনে সড়কটি সংস্কার করা হচ্ছেনা। সদর উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক রাজিবুল হক চৌধুরী রিকো সড়কটি মাটি ভরাট করে ব্রিক সলিন দিয়ে চলাচলের বিকল্প মাধ্যম হিসেবে চালু করার দাবী জানান। ঈদগাঁও ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক তারেক আজিজ জানান, মেহেরঘোনা হয়ে হাজীরকুম পয়েন্ট দিয়ে মাইজপাড়া যাওয়ার সড়কটির সংস্কার হলে এলাকার হাজার মানুষ যাতায়াত করতে পারবে সহজে ও অল্প সময়ে।

Comments

comments

Posted ২:১২ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৮ জুন ২০১৮

dbncox.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

প্রকাশক
তাহা ইয়াহিয়া
সম্পাদক
মোঃ আয়ুবুল ইসলাম
প্রধান কার্যালয়
প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত
ফোন ও ফ্যাক্স
০৩৪১-৬৪১৮৮
বিজ্ঞাপন ও সার্কুলেশন
01870-646060
Email
ajkerdeshbidesh@yahoo.com