নিজস্ব প্রতিবেদক,ঈদগাঁও | বৃহস্পতিবার, ০৬ সেপ্টেম্বর ২০১৮
কক্সবাজার সদরের ঈদগাঁওয়ের ইয়াবা সম্রাট বহু অপকর্মের হোতা আবুল কালাম (৩৮) আটক করেছে পুলিশ। বুধবার বিকাল ৪ টার দিকে তাকে ইয়াবা বিক্রি কালে আলমাছিয়া গেইটস্থ গরু বাজার থেকে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।আটককৃত আবুল কালাম ঈদগাহ পুলিশ তদন্ত কেন্দ্র এলাকার মৃত আবদু শুক্কুরের ছেলে।বর্তমানে স্ব পরিবার দরগাহ পাড়া এলাকার বাসিন্দা। ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি পুলিশ পরিদর্শক মিনহাজ মাহমুদ ভুঁইয়া জানায়,গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা বিক্রি কালে ইয়াবাসহ কালাম ও তার দুই সহযোগীকে আটক করা হয়।ইয়াবার পরিমাণ তাৎক্ষণিক বলতে পারেনি। তবে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে বলে জানান তিনি।
Posted ১:৫১ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৬ সেপ্টেম্বর ২০১৮
dbncox.com | ajker deshbidesh