শনিবার ২৫শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ১১ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

ইয়াবা ব্যবসায়ে বাধা টেকনাফে সন্ত্রাসীদের গুলিতে রোহিঙ্গা নিহত

টেকনাফ, সংবাদদাতা   |   শনিবার, ০১ সেপ্টেম্বর ২০১৮

ইয়াবা ব্যবসায়ে বাধা টেকনাফে সন্ত্রাসীদের গুলিতে রোহিঙ্গা নিহত

টেকনাফের লেদা অনিবন্ধিত রোহিঙ্গা বস্তিতে স্থানীয় গ্রামবাসী সন্ত্রাসীদের গুলিতে এক রোহিঙ্গা পাহারাদার যুবক নিহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল হতে লাশ উদ্ধার করেছে। জানা যায়, ৩১ আগষ্ট দুপুর ৩টারদিকে উপজেলার হ্নীলা অনিবন্ধিত লেদা রোহিঙ্গা বস্তির এফ ব্লকের মসজিদের সামনে ১৫৬নং রোমের বাসিন্দা মোঃ ইসলামের পুত্র ও পাহারাদার মোঃ আয়াছের (২০) কে দাড়িয়ে আলাপরত অবস্থায় স্থানীয় আলীখালীর হাজী কালা চাঁন্দের পুত্র ছৈয়দ আলম (৩৫) ও রিদুয়ান (৩২) সহোদরের নেতৃত্বে একটি গ্রুপ এসে বুকের মধ্যে বন্দুক ঠেকিয়ে গুলি করে বীরদর্পে চলে যায়। উপস্থিত লোকজন রক্তাক্ত অবস্থায় আয়াছেরকে দ্রুত স্থানীয় ক্যাম্প হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করে। কর্তব্যরত চিকিৎসক ঐ যুবককে মৃত ঘোষণা করেন। এই নৃশংস ঘটনার খবর পেয়ে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ রনজিত কুমার বড়–য়া ঘটনাস্থল পরিদর্শন করেন। এই ব্যাপারে স্থানীয় রোহিঙ্গা বস্তির চেয়ারম্যান আব্দুল মোতালেব জানান, নিরাপত্তা বাহিনী ও আইওএমের র সহায়তায় ক্যাম্পের যাবতীয় অপরাধ দমনের জন্য গত ২মাসধরে একটি স্বেচ্ছাসেবী বাহিনী গঠন করা হয়। এরফলে মাদক চোরাচালান, সেবন ও বখাটেদের উৎপাত বেড়ে যায়। এতে উক্ত চক্র ক্ষুদ্ধ হয়ে এই ঘটনার আশ্রয় নিয়েছে। টেকনাফ মডেল থানার অফিসার্স ইনচার্জ রনজিত কুমার বড়–য়া জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ পোস্ট মর্টেমের জন্য উদ্ধার করে নিয়ে আসে। তবে দিন-দুপুরে এই দুঃসাহসিক নৃশংস ঘটনার পেছনে অন্য কোন কারণ আছে কিনা তা খতিয়ে দেখছে লোকজন।
দেশবিদেশ /০১ সেপ্টেম্বর ২০১৮/নেছার

Comments

comments

Posted ১:৩৭ পূর্বাহ্ণ | শনিবার, ০১ সেপ্টেম্বর ২০১৮

dbncox.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

প্রকাশক
তাহা ইয়াহিয়া
সম্পাদক
মোঃ আয়ুবুল ইসলাম
প্রধান কার্যালয়
প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত
ফোন ও ফ্যাক্স
০৩৪১-৬৪১৮৮
বিজ্ঞাপন ও সার্কুলেশন
01870-646060
Email
ajkerdeshbidesh@yahoo.com