টেকনাফ অফিস | বৃহস্পতিবার, ১৪ ফেব্রুয়ারি ২০১৯
আগামীকাল শনিবার টেকনাফের ইয়াবা ব্যবসায়ীদের আলোচিত আত্মসমর্পন অনুষ্ঠান। এনিয়ে সীমান্ত এলাকার মানুষের মাঝে কৌতুহলের শেষ নেই। অপরদিকে অনুষ্ঠান আয়োজন নিয়ে দম ফেলার ফুরসত নেই যেন পুলিশ প্রশাসনে। বৃহস্পতিবারও অনুষ্ঠানস্থল টেকনাফ পাইলট হাই স্কুল মাঠ পরিদর্শন করেছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক। সেখানে পুরোদমে চলছে মঞ্চ ও প্যান্ডেল নির্মাণের কাজ। এর আগের দিন জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন অনুষ্ঠানস্থল পরিদর্শন করেছিলেন।
জেলা পুলিশের তত্বাবধানে অনুষ্ঠিত হচ্ছে এই আত্মসমর্পন অনুষ্ঠানটি। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খান কামাল এমপি। এছাড়া আইজিপি ড. মো. জাবেদ পাটোয়ারী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তফা কামাল উদ্দিন এতে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
এদিকে টেকনাফ থানা পুলিশের পক্ষ থেকে অনুষ্ঠান সফল করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করা হয়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অনুষ্ঠানে উপস্থিত হয়ে অনুষ্ঠান সফল করতে সহযোগীতা কামনা করেছেন টেকনাফ মডেল থানার ওসি প্রদিপ কুমার দাশ।
এদিকে শেষ মুহুর্তে নতুন করে আর কোন ইয়াবা কারবারী আত্মসমর্পনে যাচ্ছেন তা নিয়ে মানুষের মাঝে কৌতুহলের শেষ নেই।
বৃহস্পতিবার টেকনাফে আলোচিত হয়েছে শীলবুনিয়া পাড়ার সাইফুল করিমের নাম। সাইফুল করিম আত্মসমর্পন করছেন এমন খবর ছড়িয়ে পড়ার পর টেকনাফের সাধারন মানুষের মাঝে কৌতুহল ছিল সাইফুল করিম আত্মসমর্পন করেছেন কিনা তা জানার জন্য। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত সাইফুল করিম সেইফ হোমে পৌঁছেননি বলে জানা গেছে। এছাড়া প্রায় শতাধিক ইয়াবা ব্যবসায়ী কক্সবাজারের সেইফ হোমে জড়ো হয়েছেন বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে যাদের অনেকের নাম রয়েছে ৭৩ শীর্ষ মাদক ব্যবসায়ীর তালিকায়।
Posted ১১:৫৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৪ ফেব্রুয়ারি ২০১৯
dbncox.com | ajker deshbidesh