দেশবিদেশ প্রতিবেদক | মঙ্গলবার, ২৪ জানুয়ারি ২০২৩
কক্সবাজারে ইয়াবা পাচার মামলায় মিয়ানমারের তিন নাগরিককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে আসামিরা মুক্তি পাওয়ার পর তাদের মিয়ানমারে পাঠানোর নির্দেশনাও দেওয়া হয় রায়ে। মঙ্গলবার দুপুরে কক্সবাজার জেলা দায়রা জজ মোহাম্মদ ইসমাইল এ রায় দেন। এ সময় আসামিরা কারাগারে উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, মিয়ানমার আরাকান জেলার আইকাফ থানার অন ডাইং এলাকার এ খং সা, একই এলাকার মৌ চোং অং এবং আইকান পেলিসং এলকার মো. ইসহাক।
কক্সবাজার জেলা জজ আদালতের সহকারি পাবলিক প্রসিকিউটর এপিপি অ্যাডভোকেট দিলীপ কুমার ধর এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ২০২০ সালের ৭ ডিসেম্বর সাগরপথে ইয়াবা পাচারের সময় ৪ লাখ ৫০ হাজার ইয়াবা ও ৯ লাখ ৫১ হাজার মিয়ানমারের মুদ্রাসহ তিন নাগরিককে আটক করে টেকনাফ থানায় সোপর্দ করেন কোস্টগার্ড সদস্যরা। এ ঘটনায় কোস্টগার্ডের সদস্যরা টেকনাফ মডেল থানায় একটি মামলা করেন। সেই মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে এ রায় দেন আদালত।
Posted ১১:২৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৪ জানুয়ারি ২০২৩
dbncox.com | Bijoy Kumar