মঙ্গলবার ৩০শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

ইংল্যান্ডকে বিদায় করে স্বপ্নের ফাইনালে ক্রোয়েশিয়া

দেশবিদেশ অনলাইন ডেস্ক   |   বৃহস্পতিবার, ১২ জুলাই ২০১৮

ইংল্যান্ডকে বিদায় করে স্বপ্নের ফাইনালে ক্রোয়েশিয়া

য়ামে ফাইনালে ওঠার লড়াইয়ে ক্রোয়েশিয়ার বিপক্ষে ১-০ গোলে এগিয়ে থাকার স্বস্তি নিয়ে বিরতিতে যায় ইংল্যান্ড। তবে ম্যাচের ৬৮তম মিনিটে ইভান পেরেসিচের বুদ্ধিদীপ্ত গোলে সমতায় ফেরে ক্রোয়েশিয়া। তবে অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে ১০৯ মিনিটে মারিও মানজুকিচের গোলে প্রথমবারের মত বিশ্বকাপের ফাইনালে নাম লেখায় ক্রোয়েশিয়া।4>
ম্যাচের ৫ম মিনিটেই দুর্দান্ত এক ফ্রি কিক থেকে ইংলিশদের এগিয়ে দেন কারেন ট্রিপিয়ার। ডি-বক্সের একটু বাইরে থেকে কিরান ট্রিপিয়ারের ফ্রি-কিক ঠেকানোর সুযোগই পাননি গোলরক্ষক দানিয়েল সুবাসিচ। জাতীয় দলের হয়ে এটাই টটেনহ্যাম হটস্পার ডিফেন্ডারের প্রথম গোল।

এরপর বেশ কিছু অাক্রমণ শানালেও গোলের দেখা মেলেনি ক্রোয়াটদের। উল্টো ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিলো ইংল্যান্ডই। ২২তম মিনিটে ইভান স্ত্রিনিচের ভুল পাসে বড় বিপদে পড়তে পারতো ক্রোয়েশিয়া, তবে রাহিম স্টার্লিংয়ের বাড়ানো বল ধরার সময় হ্যারি কেইন অফসাইডে থাকায় যে যাত্রা বেঁচে যায় ক্রোয়াটরা।
আধ ঘণ্টার মাথাতেও বড় বাঁচা বাচে ক্রোয়েশিয়া। ডি-বক্সে ফাঁকা জায়গায় বল পেয়েও রাশিয়া বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হ্যারি কেইন দুর্বল শট মারেন গোলরক্ষক বরাবর।

বিরতির পর মরিয়া হয়ে আক্রমণে উঠে ৬৫তম মিনিটে গোলের সুযোগ পায় ক্রোয়েশিয়া। ডি-বক্স থেকে ইভান পেরিসিচের শট ফেরে রক্ষণে দুই জনের গায়ে লেগে। তবে তিন মিনিট পর ডান দিক থেকে শিমে ভারসালকোর ক্রসে পা অনেক উঁচিয়ে বল জালে পাঠান পেরিসিচ (১-১)।

চার মিনিট পর ভাগ্যের সহায়তায় বেঁচে যায় ইংল্যান্ড। পেরিসিচের শট পিকফোর্ডকে ফাঁকি দিলেও বল পোস্টে লেগে ফিরে।

৭৬ মিনিটে লিনগার্ডের শট একটুর জন্য চলে চলে যায় পোস্টের পাশ ঘেঁষে। ৮৩ মিনিটে মারিও মানজুকিচের শট ঠেকিয়ে দিয়েছেন পিকফোর্ড।

৮৪ মিনিটে আবার পেরিসিচের সুযোগ, এবার গোলরক্ষক এগিয়ে আসতে দেখে চিপ করেছিলেন। কিন্তু পোস্টে রাখতে পারেননি।

আর কোন বিপদ না হলে খেলা গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটের কোঠায়।

ম্যাচটির জন্য দল অপরিবর্তিত রেখেছেন ইংল্যান্ড কোচ গ্যারেথ সাউথগেট। ক্রোয়েশিয়া দলে আছে একটি পরিবর্তন। ফরোয়ার্ড আনদ্রেই ক্রামারিচের জায়গায় মিডফিল্ডার মার্সেলো ব্রজোভিচকে দলে রেখেছেন কোচ জ্লাতকো দালিচ। হাঁটুর চোট কাটিয়ে ওঠা ডিফেন্ডার শিমে ভারসালকোর ম্যাচের জন্য ফিট হয়ে ওঠাটা ক্রোয়েশিয়ার জন্য দারুণ সুখবর।

নাইজেরিয়াকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপ শুরু করা ক্রোয়েশিয়ার গ্রুপ পর্বটা দারুণ কাটে। দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনাকে ৩-০ গোলে উড়িয়ে দেওয়ার পর আইসল্যান্ডকে ২-১ ব্যবধানে হারায় ক্রোয়াটরা।

১৯৯৮ সালে বিশ্বকাপ অভিষেকেই সেমি-ফাইনাল খেলা দলটির নকআউট পর্বের পথচলাটা অবশ্য তেমন মসৃণ ছিল না। শেষ ষোলোয় ডেনমার্ক ও কোয়ার্টার-ফাইনালে রাশিয়াকে টাইব্রেকারে হারায় দলটি।

১৯৬৬ সালের পর প্রথমবারের মতো ফাইনালে ওঠার লক্ষ্যে থাকা ইংল্যান্ড গ্রুপ পর্বে তিউনিসিয়াকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপ শুরু করে। দ্বিতীয় ম্যাচে পানামাকে ৬-১ ব্যবধানে উড়িয়ে দেয়। আর শেষ ম্যাচে বেলজিয়ামের কাছে হেরে ১-০ গোলে হেরে থাকে ফাইনালে ওঠার লড়াইয়ে অপেক্ষাকৃত সহজ পাশে।

শেষ ষোলোয় কলম্বিয়াকে টাইব্রেকারে হারানো ইংল্যান্ড কোয়ার্টার-ফাইনালে সুইডেনকে ২-০ গোলে হারায়।

ক্রোয়েশিয়া একাদশ: দানিয়েল সুবাসিচ, শিমে ভারসালকো, দেয়ান লভরেন, দোমাগোই ভিদা, ইভান স্ত্রিনিচ, মার্সেলো ব্রজোভিচ, আন্তে রেবিচ, লুকা মদ্রিচ, ইভান পেরিসিচ, ইভান রাকিতিচ, মারিও মানজুকিচ।

ইংল্যান্ড একাদশ: জর্ডান পিকফোর্ড, কাইল ওয়াকার, জন স্টোনস, হ্যারি ম্যাগুইয়ার, জর্ডান হেন্ডারসন, কিরান ট্রিপিয়ার, জেসি লিনগার্ড, ডেলে আলি, অ্যাশলে ইয়াং, রাহিমত স্টার্লিং, হ্যারি কেইন। দেশবিদেশ ১২ জুলাই ২০১৮/নেছার

Comments

comments

Posted ২:৪৬ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১২ জুলাই ২০১৮

dbncox.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

কৃষক ‘মাশরাফি’
কৃষক ‘মাশরাফি’

(1159 বার পঠিত)

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

প্রকাশক
তাহা ইয়াহিয়া
সম্পাদক
মোঃ আয়ুবুল ইসলাম
প্রধান কার্যালয়
প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত
ফোন ও ফ্যাক্স
০৩৪১-৬৪১৮৮
বিজ্ঞাপন ও সার্কুলেশন
01870-646060
Email
ajkerdeshbidesh@yahoo.com