মঙ্গলবার ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম
ইয়াবা মুক্তিতে টেকনাফে হাজারো মানুষের কান্না

আল্লাহ ছাড়া কোন গতি নাই-এমপি বদি

দেশবিদেশ রিপোর্ট   |   রবিবার, ২৭ জানুয়ারি ২০১৯

আল্লাহ ছাড়া কোন গতি নাই-এমপি বদি

‘বাবা শান্তিতে ঘুমে নাই, মা শান্তিতে ঘুমে নাই এবং স্ত্রীও শাস্তিতে ঘুমে নাই। শুধু ইয়াবার কারনে অনেক প্রাণকে বিসর্জন দিতে হয়েছে। সরকার কঠোর অবস্থানের মধ্যে রয়েছে। শুধু ইয়াবামুক্ত করার জন্য আমরা প্রাণপন চেষ্টা করছি। প্রশাসন চেষ্টা করছে এবং সরকারও চেষ্টা করছে। কিন্তু কি কারনে এখনো পর্যন্ত ইয়াবা পাচার একশ ভাগ আমরা বন্ধ করতে পারছিনা সেটা একমাত্র আল্লাহ ছাড়া আমরা কেউ জানিনা। আমিও জানিনা।’
গতকাল শনিবার টেকনাফ সীমান্তে আয়োজিত এক দোয়া মাহফিলে আলোচিত এমপি আবদুর রহমান বদি ইয়াবা বিষয়ে বক্তৃতা দিতে গিয়ে এসব বলেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া মাহফিল ও শুকরিয়া সভা’র ব্যানারে আয়োজিত সভায় এমপি আবদুর রহমান বদি বলেন-‘ সব কিছুর মালিক আল্লাহ। আল্লাহ সবকিছু করতে পারেন। আল্লাহ সবকিছু দিতে পারেন। আমরা টেকনাফবাসীকে যাতে ইয়াবামুক্ত করে সন্তান হারা মা ও ছেলেহারা বাবাকে শান্তনা দিতে পারি-এটা আল্লাহর কাছে চাওয়া ছাড়া আমাদের আর কোন গতি নাই।’
টেকনাফের কেজি স্কুল মাঠে এমপি আবদুর রহমান বদি’র উদ্যোগে এ মাহফিল ও শোকরিয়া সভার আয়োজন করা হয়। টেকনাফ সীমান্তের এ মাহফিলে প্রধান অতিথি হিসাবে ওয়াজ এবং মোনাজাত পরিচালনা করেন বরিশালের কুয়াকাটা এলাকার বাসিন্দা মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী। মাহফিলে টেকনাফ উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক এমপি অধ্যাপক মোহাম্মদ আলী ও টেকনাফ উপজেলা পরিষদ চেয়ারম্যান জাফর আহমদ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। প্রধান অতিথি মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী বলেন-‘অপরাধী দুনিয়াতেও পার পায়না তেমনি আখেরাতেও পার পায় না।’
সভার সভাপতি স্থানীয় বিশিস্ট আলেম মুফতি মওলানা কেফায়েত উল্লাহ জানান-‘আমরা টেকনাফবাসী দীর্ঘকাল যাবত ইয়াবা সমস্যা নিয়ে কষ্টে জীবন-যাপন করছি। কিন্তু ইয়াবা সমস্যার সমাধান হচ্ছে না। তাই আমাদের একমাত্র খোদাভীতির মাধ্যমেই এ সমস্যার সমাধান খুঁজছি।’ মওলানা কেফায়েত বলেন-‘ মাহফিলে কমপক্ষে ৪ হাজারের বেশী মানুষের সমাগম ঘটেছে। এসভায় মোনাজাতের সময় সমবেত মানুষ ইয়াবা থেকে মুক্ত হতে আল্লাহর দরবারে কেঁদেছেন। এমনকি আমি নিজেও কেঁদে কেঁদে আল্লাহর দরবারে ইয়াবামুক্ত টেকনাফ কামনা করেছি।’

Comments

comments

Posted ১২:২৯ পূর্বাহ্ণ | রবিবার, ২৭ জানুয়ারি ২০১৯

dbncox.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

প্রকাশক
তাহা ইয়াহিয়া
সম্পাদক
মোঃ আয়ুবুল ইসলাম
প্রধান কার্যালয়
প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত
ফোন ও ফ্যাক্স
০৩৪১-৬৪১৮৮
বিজ্ঞাপন ও সার্কুলেশন
01870-646060
Email
ajkerdeshbidesh@yahoo.com