নিজস্ব প্রতিবেদক | শনিবার, ১৫ সেপ্টেম্বর ২০১৮
শহরের বাজারঘাটাস্থ বহুল আলোচিত আবু সেন্টারের পেছনের রাস্তা দখল করে দোকান নির্মান করা হচ্ছে। এতে রাস্তা সংকোচিত হয়ে পড়েছে। সরেজমিনে দেখা যায়, শহরের বাজারঘাটাস্থ আবু সেন্টারের পেছনে এডভোকেট ছালামত উল্লাহ সড়ক দখল করে নির্মান করছে দোকান। ইতিমধ্যে ৫টি দোকান নির্মিত হয়েছে। গত ১০ দিন আগেও রাস্তার এই জায়গা খালি ছিল। আবু সেন্টারের দালানের সাথে লাগিয়ে এসব দোকান নির্মান করা হচ্ছে। রাস্তা দখল করে এসব দোকান কে বা কারা নির্মান করছে তাও কেউ স্বীকার করেনি। তবে স্থানীয়রা জানান, গত ৭ দিন ধরে ৮/১০ জন শ্রমিক এসব দোকান নির্মান করে। শ্রমিকরা জানান, জায়গার মালিক পরিচয় দিয়ে তাদের এসব দোকান নির্মান করতে বলে। তবে মালিকের নাম তারা জানেনা বলে জানান। অবৈধভাবে নির্মিত এসব দোকান উচ্ছেদ করে রাস্তা দখলমুক্ত করার জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেছেন সচেতন মহল।
Posted ১:২২ পূর্বাহ্ণ | শনিবার, ১৫ সেপ্টেম্বর ২০১৮
dbncox.com | ajker deshbidesh