বার্তা পরিবেশক | মঙ্গলবার, ০৫ ফেব্রুয়ারি ২০১৯
টেকনাফে আলোচিত মুস্তাফিজ হত্যা মামলার অন্যতম প্রধান পালাতক আসামী আবুল এখন এক কলেজ ছাত্রকে প্রাণে মেরে ফেলার হুমকি প্রদান করেছে বলে অভিযোগ উঠেছে। হুমকি পাওয়া চট্রগ্রাম মহসিন কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র জাহাঙ্গীর আলম জানান হত্যা মামলার আসামী আবুল বশর আমাদের গ্রামের এলাকা টেকনাফ বাহারছড়ার উত্তরশীল খালীতে এক ভূমিদস্যু ও ইয়াবা ব্যবসায়ী নামে পরিচিত। তিনি হত্যা মামলার আসামী হয়েও এলাকায় তার নির্যাতনে দিশাহারা সাধারণ মানুষ। দীর্ঘদিন যাবত তিনি আইনের আওতায় না আসার কারণে দিনদিন তিনি আরো বেপরোয়া হয়ে উঠছে। তার ধারাবাহিকতায় বশরের বিভিন্ন অবৈধ কার্যকালাপের বিরুদ্ধে কক্সবাজারের
দৈনিক আজকের দেশবিদেশ পত্রিকায় সংবাদ প্রকাশ হতে থাকলে সেই সংবাদ নাকি আমি ও আমার পরিবার টাকা দিয়ে করাচ্ছি এমন মিথ্যা অভিযোগে বশর আমাকে প্রাণে মারার হুমকি দেন। তা করতে না পারলে সে যত টাকা লাগে তা খরচ করে আমার নাকি লেখাপড়ার ক্যারিয়ার শেষ করে দিবে। ইয়াবা মামলায় জড়িয়ে দিয়ে আমাকে নাকি জেলে পুড়াবে। কলেজ ছাত্র জাহাঙ্গীর আরো অভিযোগ করেন বশর আমাকে বলেছে প্রশাসনকে টাকা দিলে নাকি সব কিছু করা যায়। তাই সে নাকি আমাকে যে কোনো মূহুর্তে ক্ষতি করে ফেলবে। তাই আমি বশরের হুমকিতে আমার জীবন ও ক্যারিয়ারের নিরাপত্তা নিয়ে শঙ্কিত আছি। আমার নিজ ও পরিবারের নিরাপত্তার জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করছি। এই বিষয়ে উক্ত কলেজ ছাত্র লিখিত ভাবে অভিযোগ করে আইনের আশ্রয় নিবেন বলে জানান।
Posted ৮:৫৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৫ ফেব্রুয়ারি ২০১৯
dbncox.com | ajker deshbidesh