মঙ্গলবার ৩০শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

আবার বিয়ে করছেন পুতিন!

দেশবিদেশ অনলাইন ডেস্ক   |   শুক্রবার, ২১ ডিসেম্বর ২০১৮

আবার বিয়ে করছেন পুতিন!

আবার বিয়ে করবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন! নিজেই এমন ইঙ্গিত দিয়েছেন। বলেছেন, সম্ভবত তিনি আবার বিয়ে করতে যাচ্ছেন। তবে কাকে, কখন বিয়ে করবেন সে বিষয়ে তিনি কোনো ইঙ্গিত দেন নি। এমনিতেই তিনি রাশিয়াতে এবং এর বাইরে এক রহস্যময় পুরুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। কখনো তাকে ‘কাউবয়’ হিসেবে দেখে মানুষ। কখনো তীব্র শক্তিশালী একজন রাজনীতিক পুতিন। কখনো তিনি প্রেমিক। তার চারপাশে বৃত্তের ভিতরে বা বাইরে ঘুর ঘুর করেন যেসব সুন্দরী তাদেরকে ঘিরে নানা রকম গল্প, জল্পনা।

ভ্লাদিমির পুতিনের বয়স এখন ৬৬ বছর। কিন্তু সময়ের ফ্রেমে আটকে রেখেছেন যেন বুড়িয়ে যাওয়ার গতিকে। তিনি নিজের জৌলুসকে নিয়ে ঈর্ষা করেন। রক্ষা করেন পরিবার ও ব্যক্তিগত গোপনীয়তা। বৃহস্পতিবার তিনি বার্ষিক প্রেস কনফারেন্সে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিচ্ছিলেন। এতে উঠে আসে আন্তর্জাতিক সম্পর্ক ও দেশের অর্থনৈতিক অবস্থা। বিয়ে প্রসঙ্গ উঠতেই তিনি স্বভাবসুলভভাবে মৃদু হাসলেন। বললেন, একজন সম্মানিত মানুষ হিসেবে, কোনো এক সময় আমি তা (বিয়ে) আবার করবো। উল্লেখ্য, এর আগে ১৯৮৩ সালে তিনি বিয়ে করেন লুদমিলা পুতিনকে। ২০১৩ সালে তাদের বিচ্ছেদ ঘটে। তাদের রয়েছে দু’মেয়ে। একজন ক্যাটেরিনা। অন্যজন মারিয়া। তাদের দু’জনেরই বয়স ৩০ এর কোটায়। তবে তারা রাজনীতিতে যুক্ত হন নি। লাইমলাইট বা প্রচারণা থেকে তারা নিজেদের আড়াল করে রাখেন।
লুদমিলার সঙ্গে পুতিনের বিচ্ছেদের সময় থেকেই তার ব্যক্তিগত জীবন নিয়ে নানা গুজব। রাশিয়ার একটি পত্রিকা রিপোর্ট করে যে, সাবেক অলিম্পিক জিমন্যাস্ট অ্যালিনা কাবায়েভার সঙ্গে তার প্রেমের সম্পর্ক রয়েছে। তবে এমন গুজব প্রত্যাখ্যান করেছেন পুতিন।

Comments

comments

Posted ৭:৩১ অপরাহ্ণ | শুক্রবার, ২১ ডিসেম্বর ২০১৮

dbncox.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

প্রকাশক
তাহা ইয়াহিয়া
সম্পাদক
মোঃ আয়ুবুল ইসলাম
প্রধান কার্যালয়
প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত
ফোন ও ফ্যাক্স
০৩৪১-৬৪১৮৮
বিজ্ঞাপন ও সার্কুলেশন
01870-646060
Email
ajkerdeshbidesh@yahoo.com