দেশবিদেশ অনলাইন ডেস্ক | শুক্রবার, ২৫ অক্টোবর ২০১৯
জেফ বেজোসকে টপকে আবারও পৃথিবীর সেরা ধনীর খেতাব নিজের করেছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস।অ্যামাজনের শেয়ারে বড়সড় দরপতনের ঘটনায় শীর্ষ ধনীর তালিকার এক নম্বর থেকে ছিটকে পড়েন জেফ বেজোস।
শেয়ার বাজারে অ্যামাজনের শেয়ার মূল্য প্রায় সাত বিলিয়ন ডলার হ্রাস পেয়েছে। বৃহস্পতিবার অ্যামাজনের শেয়ারে ৭ শতাংশ পতন ঘটায় বেজোসের সম্পদের পরিমাণ ১০৩ দশমিক ৯ বিলিয়ন ডলারে নেমে এসেছে।
এই মুহূর্তে বেজোসের মোট সম্পত্তির পরিমাণ ১০ হাজার ৩৯০ কোটি মার্কিন ডলার। অন্যদিকে বিল গেটসের মোট সম্পত্তির পরিমাণ ১০ হাজার ৫৭০ কোটি মার্কিন ডলার।
১৯৯৫ থেকে ২০১৭ পর্যন্ত একটানা ফোর্বসের তালিকায় শীর্ষস্থানটি ধরে রেখেছিলেন বিল গেটস। ২০১৮ সালে শীর্ষস্থান দখল করেন বেজোস।
১৯৯৮ সালে আমেরিকার ৪শ ধনীর মধ্যে প্রথমবারের মতো জায়গা করে নেন জেফ বেজোস। সে সময় তার সম্পদের পরিমাণ ছিল ১.৬ বিলিয়ন ডলার।ৎ
Posted ৯:২২ অপরাহ্ণ | শুক্রবার, ২৫ অক্টোবর ২০১৯
dbncox.com | ajker deshbidesh