নিজস্ব প্রতিবেদক | বুধবার, ০৮ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | 32 বার পঠিত | পড়ুন মিনিটে
“একদিন তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন গড়বো সযত্নে তোমায় রাখবো আগলে” এ প্রতিপাদ্যে কক্সবাজারে নানা আয়োজনে পালিত হয়েছে ৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে র্যালী ও আলোচনা সভা।
সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো: শাহিদুল আলম।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট বলেন,
সরকার জাতীয় ও স্থানীয় পর্যায়ে সরকারী সেবা সহায়তাকে প্রবীণবান্ধব করেছে। এগুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সুদৃষ্টি রাখার আহবান জানান তিনি।
এ ছাড়া হাসপাতালে প্রবীণদের জন্য আলাদা চিকিৎসা ব্যবস্থা, পরিবহনে আসন সংরক্ষিত রাখাসহ বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করেন তিনি।
শাহিদুল আলম আরো বলেন, প্রবীণদের প্রতি সহানুভূতিশীল পরিবার থেকেই হতে হবে। এ ছাড়া ঘরের বাইরে তাদেরকে প্রতিটি ক্ষেত্রে সম্মান প্রদর্শন করা সর্বস্তরের তরুণ প্রজন্মের দায়িত্ব।
জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক (অতি: দা:) মো: সফিউদ্দীন সফির সভাপতিত্বে অনুষ্ঠিত এতে অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ পেয়ার, প্রেসক্লাব সভাপতি মাহবুবর রহমান,সিএস অফিসের এমও ডা: কনিণীকা দস্তিদার,জেলা শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা,সদর উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো: হানিফ মিয়া,জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আবদুল আউয়াল,সাতকানিয়া লোহাগাড়া সমিতির সভাপতি জেবর মুল্লুক,হাশেমিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ রাহমত সালাম,এক্সপাউরুল পরিচালক ইঞ্জিনিয়ার কানন পাল, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালটেন্ট ডা: মো: ছাইদুজ্জামান মজুমদারসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।
বক্তারা এসময় প্রবীণদের প্রতি মানবিক মূল্যবোধ,সামাজিক মর্যাদা ও সহনশীলতা বৃদ্ধি,সেবা কার্যক্রম, বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় বিষয়ে আলোচনা করেন। সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাজিয়া আফরিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রবীণ হিতৈষী সংঘের নেতৃবৃন্দ সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
ডিবিএন/জেইউ।
.
এ বিভাগের আরও খবর