নিজস্ব প্রতিবেদক | শনিবার, ২৭ অক্টোবর ২০১৮
সারাদেশের মতো আজ থেকে কক্সবাজারেও শুরু হচ্ছে পরিবহন শ্রমিকদের ৪৮ ঘণ্টার কর্মবিরতি। বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশন এই কর্মবিরতির ডাক দিয়েছে। ফলে আজ রবিবার (২৯অক্টোবর) ভোর ৬ টা থেকে ৩১ অক্টোবর (মঙ্গলবার) ভোর ৬ টা পর্যন্ত কক্সবাজারে যানবাহন চলাচল বন্ধ থাকবে। ৩১ অক্টোবর মঙ্গলবার ভোর ৬ টার পর অথবা কর্মসূচি স্থগিত করা হলে পুনরায় যানবাহন চলাচল শুরু হতে পারে।
সকল সড়ক দুর্ঘটনায় চালকদের বিরুদ্ধে হওয়া মামলা জামিনযোগ্য করা সহ ৮ দফা দাবিতে এই কর্মবিরতির ডাক দেয়া হয়েছে। পরিবহন শ্রমিকদের কর্মবিরতি হওয়ায় আজ ও আগামিকাল কক্সবাজার শহর থেকে দূরপাল্লার কোন যানবাহন ছাড়া হবে না। কর্মবিরতির সত্যতা নিশ্চিত করে কক্সবাজার আন্তঃজেলা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল কালাম আবু বলেছেন, যেহেতু কর্মবিরতিতে শ্রমিকদের স্বার্থ জড়িত। তাই শুধু দূরপাল্লার যানবাহন নয়। আঞ্চলিক পর্যায়ে চলা যানবাহনগুলোর শ্রমিকরাও কর্মবিরতিতে অংশ নেবে।
দেশবিদেশ /২৮ অক্টোবর ২০১৮/ নেছার
Posted ১১:৫৯ অপরাহ্ণ | শনিবার, ২৭ অক্টোবর ২০১৮
dbncox.com | ajker deshbidesh