নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২৫ সেপ্টেম্বর ২০১৮
আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবাইদুল কাদের বলেছেন, আওয়ামীলীগের ট্রেন ও সড়ক পথে নির্বাচনী প্রচারণা দেখে বিএনপির মাথা খারাপ হয়ে গেছে। তারা দেশের পথে পথে নৌকার গনজোয়ার দেখে প্রলাপ বকছে। তিনি আরও বলেন বিএনপি ও অন্যান্য দলগুলোর জগাখিচুড়ি যে ঐক্য তা শেষ পর্যন্ত টিকবেনা। ২৪ অক্টোবর সকালে কক্সবাজার হোটেল মোটেল জোনের কলাতলীতে আবাসিক হোটেল ওয়ার্ল্ড বীচের পরিদর্শন কালে মন্ত্রী একথা বলেন। তিনি আরও বলেন একদল, বিশদল, ত্রিশদল করেও এখনও কোন জনসভা করতে পারেনি বিএনপি। কারন, তাদের পাশে দেশের কোন মানুষ নেই। এজন্য কোন জনসভা করতে পারেনি। করতে পারেনি কোন আন্দোলনও। দিন যায়, মাস যায় আন্দোলনের দেখা নেই’। ওবায়দুল কাদের আরো বলেন, ‘বিএনপি কোন দলের সাথে এখনও ঐক্য করতে পারেনি। তাদের সাথে কোনদল ঐক্য করতে চাই না। কারণ, বিএনপি নেতা এখন ঝিমিয়ে গেছে। এই ঝিমুইন্যা নেতাদের সাথে কেউ ঐক্য করবে না’। সমুদ্রপাড়ের এ বিশাল হোটেল পরির্দশন শেষে মন্ত্রী বলেন ওয়ার্ল্ড বীচ রিসোর্টের অগ্রযাত্রা দেশী বিদেশী পর্যটদের উত্তম সেবায় ভুমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন। পরির্দশনকালে উপস্থিত ছিলেন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামিম,সাংসদ আশেক উল্লাহ রফিক,আব্দুর রহমান বদি,জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা,সেক্রেটারী পৌর মেয়র মুজিবুর রহমান,সহ সভাপতি রেজাউল করিম,আরএফ ওয়ার্ল্ড বীচের চেয়ারম্যান হাজি দেলোয়ার হোসেন,ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক,ব্যবস্থাপক (প্রশাসন) শেখ আব্দুল্লাহ,ওয়াইসিস হোটেলের ব্যবস্থাপনা পরিচালক অবঃ মেজর দেলোয়ার এইচ খান,সহ আওয়ামী লীগের কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ।
দেশবিদেশ /২৫ সেপ্টেম্বর ২০১৮/নেছার
Posted ১:০৮ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৫ সেপ্টেম্বর ২০১৮
dbncox.com | ajker deshbidesh