দেশবিদেশ অনলাইন ডেস্ক | শুক্রবার, ২০ জুলাই ২০১৮
কাজাখস্তানে অলিম্পিকে পদকজয়ী ফিগার স্কেটার ডেনিস টেনকে ছুরিকাঘাতে হত্যা করেছে একটি চোর চক্র। সিএনএন।
স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, আলমাটি শহরে কয়েকজন চোর ডেনিসের গাড়ির সামনের আয়নাটি চুরির চেষ্টা করছিল। বাধা দিলে শুরু হয় ধস্তাধস্তি। এক পর্যায়ে ডেনিসকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় চোররা।
হাসপাতালে নেয়ার কয়েক ঘণ্টা পর অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয় ডেনিসের।
ডেনিস টেন ২০১৪ সালের অলিম্পিকে ফিগার স্কেটিংয়ে ব্রোঞ্জ জয় করেন। তিনি ছিলেন পদকজয়ী প্রথম কাজাখ ফিগার স্কেটার।
Posted ৬:৩০ অপরাহ্ণ | শুক্রবার, ২০ জুলাই ২০১৮
dbncox.com | ajker deshbidesh