দেশবিদেশ অনলাইন ডেস্ক | সোমবার, ২৫ ফেব্রুয়ারি ২০১৯
চলচ্চিত্র অভিনেত্রী চম্পা। এক সময় বড় পর্দা মাতিয়েছেন। দীর্ঘদিন ধরেই তিনি রাজত্ব করেছেন ঢাকাই সিনেমাতে। সম্প্রতি চলচ্চিত্রে দেখা যায় না তাকে। কালেভদ্রে হাজির হন নাটক-টেলিছবিতে।
সম্প্রতি তিনি একটি নাটকে অভিনয় করলেন। নাম ‘হারিয়ে যাওয়া সময়ের কথা’। নাটকটি পরিচালনা করেছেন ফরহাদ ফয়সাল। এ নাটকে তার মেয়ের চরিত্রে অভিনয় করেছেন মডেল ও অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। প্রথমবারের মত চম্পার সঙ্গে অভিনয় করলেন তিনি।
নাটকের গল্পে দেখা যাবে, চম্পার মেয়ে তৃষ্ণা। মেয়েকে রেখে দেশের বাইরে চলে যান তিনি। অনেক বছর পর দেশে আসেন। কিন্তু সেটা মেয়ের জন্য না রিইউনিয়নের জন্য। মেয়ে বঞ্চিত হয় মায়ের ভালোবাসা থেকে।
কিন্তু কেন? পরিচালক বললেন, সেই কেন’র উত্তর মিলবে নাটকটি দেখার পর। খুব শিগগিরই নাটকটি একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার করা হবে।
হিমি বলেন, ‘মা ও মেয়ের গল্প নিয়েই নাটকটি নির্মিত হয়েছে। এখানে চম্পা আন্টি আমার মায়ের চরিত্রে রয়েছেন। উনি দারুণ মনের একজন মানুষ। তার সঙ্গে প্রথমবার কাজ করেছি। অভিজ্ঞতা খুবই ভালো। আর কাজটা খুবই গোছানো হয়েছে। সাধারণ কাজগুলোর চাইতে এই কাজটা একটু ভিন্ন।’
Posted ৯:০৮ অপরাহ্ণ | সোমবার, ২৫ ফেব্রুয়ারি ২০১৯
dbncox.com | ajker deshbidesh